অভিযোগ দেখে খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ। অপরদিকে ঘটনার খবর পেয়েই আত্মঘাতী যুবতীর পরিবারের পাশে দাঁড়ান খরিয়া পঞ্চায়েত এর সদস্য বিকাশ রায়।
আরও পড়ুন: তারা মায়ের আবির্ভাব দিবসে, তারাপীঠে মাকে পশ্চিম মুখে বসিয়ে পুজো করা হয়! জানুন কারণ
advertisement
ঘটনা প্রসঙ্গে বিকাশ বাবু জানিয়েছেন, এলাকার এক যুবকের সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল যুবতীর, তার থেকেই এমন পরিণতি।মেয়ের বাবা জানান কোন একটা ছেলে সাথে আমার মেয়ের বন্ধুত্ব অথবা ভালবাসার সম্পর্ক ছিল সেই কারণে নিজেদের মধ্যে কোনও সমস্যা হয় আর সেই জন্যই গতকাল রাতে আত্মহত্যা করে।ছেলেটির সমস্ত প্রমাণ পেয়েছি আমার মেয়ের মোবাইলে সেইজন্য আজ আমি থানার দারস্ত হয়েছি । ছেলেটির কঠোর শাস্তি চাই আমরা আর কোন মেয়ে যদি এভাবে জীবন নষ্ট না করে।
সুরজিত দে