Birbhum News : তারা মায়ের আবির্ভাব দিবসে, তারাপীঠে মাকে পশ্চিম মুখে বসিয়ে পুজো করা হয়! জানুন কারণ

Last Updated:

Birbhum News : শুক্ল চতুর্দশী তারা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালিত হয়ে আসছে তারাপীঠে। আর এই দিনটিকে কেন্দ্র করে আগের দিন থেকেই প্রতিবছর ভক্তরা ভিড় জমান তারাপীঠে। জানুন মায়ের অলৌকিক কাহিনি!

+
তারা

তারা মায়ের আবির্ভাব দিবস

#বীরভূম : শুক্ল চতুর্দশী তারা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালিত হয়ে আসছে তারাপীঠে। আর এই দিনটিকে কেন্দ্র করে আগের দিন থেকেই প্রতিবছর ভক্তরা ভিড় জমান তারাপীঠে। গত দুবছর ধরে করোনা প্রকোপের কারণে সেই ভাবে ভক্ত সমাগম না হলেও এই বছর ঢল নেমেছে ভক্তদের।
তারা মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে শনিবার ভোরে মূল মন্দির থেকে তারা মাকে বের করে আনা হয় বিরাম মন্দিরে। এখানেই মা সারাদিন বিরাজ করবেন। সন্ধ্যার সময় মায়ের অন্ন ভোগের আয়োজন করা হয়। এই দিনটিতে মায়ের মধ্যাহ্ন ভোগের আয়োজন থাকে না। যে কারণে তারাপীঠের সেবায়েতরা ও স্থানীয় অনেকেই সারাদিন অন্ন মুখে দেন না।
advertisement
তারা মায়ের আবির্ভাব দিবসে সাথে জড়িয়ে থাকা পৌরাণিক কাহিনী
advertisement
পাল রাজত্বের সময় জয়দত্ত সওদাগর স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই স্বপ্নাদেশে তাকে বলা হয়েছিল শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডি আসনের নিচে মায়ের শিলা মুর্তি রয়েছে। এই স্বপ্নাদেশ পেয়ে তিনি শুক্লা চতুর্দশীর দিন সেই স্থান থেকে মায়ের শিলা মুর্তি উদ্ধার করে এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন। যে কারণে এই দিনটিকেই মায়ের আবির্ভাব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে।
advertisement
তারা মা সারাবছর উত্তরমুখী হলেও এই দিনটিতে তাকে পশ্চিম মুখে বসিয়ে রাখা হয়। এর মূলেও রয়েছে আরও এক কাহিনী। কথিত আছে বাংলা ১১০৮ অর্থাৎ ইংরেজির ১৭০১ সালে তারাপীঠের তান্ত্রিক ও পুরোহিতরা তারা মাকে বিরাম মন্দিরে পূর্বদিক করে বসিয়ে পুজো অর্চনা শুরু করেন। ঠিক সে সময় মুলুটির নানকার রাজা রাখাল চন্দ্র মায়ের সামনে আরাধনায় বসে পড়েন। আর তা দেখে তারাপীঠের তান্ত্রিক এবং পুরোহিতরা রাগান্বিত হন এবং রাজাকে আসন থেকে তুলে দিয়ে পুজোপাট বন্ধ করে দেন।
advertisement
ঘটনার পর রাজা অসম্মানিত হয়ে মায়ের প্রতি অভিমান করে বসেন এবং চলে আসেন দ্বারকা নদের পশ্চিম পাড়ে। আর সেখানেই তিনি তারা মায়ের ঘট প্রতিষ্ঠা করে পুজো করেন এবং গ্রামে ফিরে যান। আর সেই রাতেই তারাপীঠের তান্ত্রিক তারা মা স্বপ্নাদেশ দিয়ে বলেন রাখাল চন্দ্র আমার ভক্ত, সে আমার উপর অভিমান করে চলে গেছে। এর পাশাপাশি সেই স্বপ্নাদেশেই তারা মা জানিয়ে দেন এবার থেকে এই দিনটিতে যেন আমার পুজো পশ্চিমমুখে মুলুটি কালিবাড়ির দিকেই করা হয়। তারপর থেকেই বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে।
advertisement
এছাড়াও আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে তারা মায়ের আবির্ভাব দিবসে তারা মাকে পশ্চিম মুখে পুজো করার পিছনে। যে পৌরাণিক কাহিনী হিসাবে জানা যায় এই দিন তারা মায়ের বোন ঝাড়খণ্ডের মুলুটি মা তারা মায়ের সাথে দেখা করতে এসেছিলেন। আর সে সময় তারা মা পশ্চিম মুখে অপেক্ষারত ছিলেন বলে এই দিন তারা মাকে পশ্চিম মুখে বসিয়ে পুজো করা হয়। আবার এই দিন তারা মা পুজো পাওয়ার আগে পুজো পান ঝাড়খণ্ডের মুলুটির মা মৌলাক্ষী। কারণ সাধক বামাক্ষ্যাপা মুলুটির মা মৌলাক্ষীকে বড় মা বলতেন। আর সেই রীতি মেনেই এ দিন আগে মৌলাক্ষীর মা পুজো পান এবং পরে পুজো পান তারা মা।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : তারা মায়ের আবির্ভাব দিবসে, তারাপীঠে মাকে পশ্চিম মুখে বসিয়ে পুজো করা হয়! জানুন কারণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement