Viral Video: এক ঘণ্টা পর খাবার আসে! জোম্যাটো ডেলিভারি বয়ের আরতি করলেন দিল্লির ব্যক্তি! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: দিল্লিতে দশেরার ভয়াবহ যানজট পেরিয়ে খাবার পৌঁছে দেন ওই ডেলিভারি বয়। আরতির থালা সাজিয়ে অপেক্ষা করছিলেন দিল্লির ব্যক্তি! দেখুন সেই ভাইরাল ভিডিও! মন ভরে যাবে!
#নয়া দিল্লি: পুজো মানেই সকলের মনে খুশির হাওয়া। যেকোনও উৎসবেই মানুষ মেতে ওঠেন। সকলের কাছেই তা আনন্দের। দুর্গাপুজো কাটতে না কাটতেই চলে আসে লক্ষ্মী পুজো, কালী পুজো, দিওয়ালি। আর এই উৎসব মানেই রাস্তা ঘাটে প্রবল ভিড়। হাজার হাজার মানুষ উৎসবের দিন গুলোতে রাস্তায় বেরোন। কেউ ঠাকুর দেখেন, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। এভাবেই কেটে যায়। কিন্তু পুজো বা উৎসব কিন্তু সকলের কাছে আনন্দের নয়। বিশেষ করে বিভিন্ন সংস্থার ডেলিভারি এজেন্টদের জন্য তো উৎসব একেবারেই আনন্দের নয়।
আপনি বাড়ি বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে টুক করে খাবার অর্ডার করে নিশ্চিন্ত হয়ে গেলেন। কিন্তু ওই খাবার আপনার কাছে পৌঁছে দিতে জীবন কয়লা হয়ে যায় ডেলিভারি বয় বা এজেন্টদের। কারণ অবশ্যই রাস্তার যানজট। অন্য সব দিনের থেকে এই ক'দিন অনেক কষ্ট করতে হয় এজেন্টদের। তারপর যদি খাবার পৌঁছতে দেরি হয়, তাহলে তো আর কথাই নেই। অনেকেই চোটপাট করেন এজেন্টদের ওপর। তবে দিল্লিতে ঘটল একেবারে অন্য ঘটনা।
advertisement
advertisement
advertisement
দিল্লির বাসিন্দা সঞ্জীব কুমার দশেরা উপলক্ষ্যে জোম্যাটোতে হলদিরামের মিষ্টি অর্ডার করেন। বাড়িতে গেস্ট এসে উপস্থিত। দশেরা মানেই দিল্লিতে প্রবল যানজট। এই অবস্থায় খাবার পৌঁছে দেওয়া রীতিমতো একটা যুদ্ধের সমান। ডেলিভারি এজেন্টদের অবস্থা খারাপ হয়ে যায়। যথারীতি সঞ্জীবকুমারের অর্ডার করা মিষ্টি আসতে ঘণ্টা পার হয়ে যায়। এক ঘণ্টা ধরে খাবারের জন্য অপেক্ষা করে বসে থাকেন সকলে। অবশেষে এসে পৌঁছায় জোম্যাটোর ডেলিভারি বয়। আর তখনই কাণ্ড ঘটালেন ওই ব্যক্তি।
advertisement
আরও পড়ুন: চুরি হয়েছে ফেসবুকের তথ্য! ১ মিলিয়ন গ্রাহককে সতর্ক করল মেটা! আপনি নেই তো সেই তালিকায়? জানুন
সঞ্জীব কুমার আগে থেকেই আরতির থালা সাজিয়ে রেখেছিলেন। জোম্যাটোর এজেন্ট আসতেই আরতির থালা নিয়ে দরজায় এসে বরণ করেন ওই এজেন্টকে। মাথায় তিলক কেটে দেন। গান করতে থাকেন, 'আইয়ে আপকা ইন্তেজার থা।" জোম্যাটোর ডেলিভারি বয়ও হেসে ফেলেন। তারপর তিনিও নিজের মাথার হেলমেট সরিয়ে টিকা পরেন কপালে। এর পর সঞ্জীব এই ভিডিও তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, "ধন্যবাদ জোম্যাটো। দিল্লির ভয়ানক ট্রাফিকের পরেও আমার কাছে খাবারটি এসেছে।" এর পরেই ভাইরাল হয় এই পোস্ট। সঞ্জীব কুমার জোম্যাটো ডেলিভারি বয়ের কষ্টের কথা অনুভব করেই এই সম্মান জানান তাঁকে। যা সত্যিই প্রশংসনীয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 08, 2022 5:00 PM IST