Facebook: চুরি হয়েছে ফেসবুকের তথ্য! ১ মিলিয়ন গ্রাহককে সতর্ক করল মেটা! আপনি নেই তো সেই তালিকায়? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Facebook: ফেসবুকের তরফে প্রায় ১ মিলিয়ন ব্যবহারকারীকে সতর্ক করা হয়েছে। চুরি হয়ে গিয়েছে ফেসবুক ব্যবহারকারীদের ছবি থেকে নানা জরুরি তথ্য। আপনি নেই তো সেই তালিকায়? অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী করতে হবে এখুনি জানুন
#নয়া দিল্লি: মেটার নিজস্ব প্ল্যাটফর্ম ফেসবুকের তরফে তাদের এক বিশেল সংখ্যক ব্যবহারকারীকে জানানো হয়েছে যে, তাদের অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য চুরি করা হয়েছে। মেটার তরফে জানানো হয়েছে যে, ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য অসুরক্ষিত। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এই বিশাল সংখ্যক ব্যবহারকারীর তথ্য অসুরক্ষিত হয়ে পড়েছে। জানা গিয়েছে অ্যাপল এবং অ্যালফাবেটের সফটওয়্যার স্টোর থেকে ডাউনলোড করা ফেসবুক অ্যাপে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে।
সংস্থার তরফে শুক্রবার ঘোষণা করা হয়েছে যে, তারা এই বছর এমন ৪০০ টির বেশি ম্যালিসিয়াস অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ সনাক্ত করেতে পেরেছে। এ সব অ্যাপের প্রধান টার্গেট হল ব্যবহারকারীদের লগ-ইন তথ্য চুরি করা। মেটার তরফে ইতিমধ্যেই অ্যাপল এবং গুগলকে জানানো হয়েছে তাদের প্লে-স্টোর থেকে এই সকল অ্যাপ মুছে ফেলা দরকার। ফেসবুকের তরফে জানানো হয়েছে যে এই সকল অ্যাপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফোটো এডিটর, মোবাইল গেম এবং হেলথ ট্র্যাকার অ্যাপ।
advertisement
অ্যাপলের তরফে জানানো হয়েছে যে, তারা তাদের অ্যাপ স্টোর থেকে ইতিমধ্যেই তালিকাভুক্ত ৪০০ টি দুষ্ট অ্যাপের মধ্যে ৪৫ টি অ্যাপ সরিয়ে ফেলেছে। কিন্তু গুগলের প্লে-স্টোর থেকে এই ধরনের সকল মালিসিয়াস অ্যাপ মুছে ফেলা হয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। ফলে প্রশ্ন চিহ্ন ঝুলেই থাকছে।
advertisement
advertisement
মেটার ডিরেক্টর অফ গ্লোবাল ডেভিড আগ্রানোভিচ জানিয়েছেন যে, সাইবার অপরাধীরা বিভিন্ন ধরনের জনপ্রিয় অ্যাপ টার্গেট করছে। সেই সমস্ত অ্যাপের মাধ্যমে তারা ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের তথ্য চুরি করছে। এ ছাড়াও জনপ্রিয় অ্যাপের মত একই বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের তথ্য চুরি করা হচ্ছে।ব্যবহারকারীরা এই ধরনের কোনও ম্যালিসিয়াস অ্যাপ ডাউনলোড করলে তাদের ফেসবুক লগ ইন করতে বলা হচ্ছে। সেই ফাঁদে পা দিয়ে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই সমস্ত তথ্য চলে যাচ্ছে জালিয়াতদের হাতে।
advertisement
এই ধরনের অ্যাপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফোটো এডিটর অ্যাপ, যা ফোটো এডিট করে ফেসবুকে আপলোড করতে পারে। মেটার ডিরেক্টর অফ গ্লোবাল, ডেভিড আগ্রানোভিচ জানিয়েছেন যে, এই ধরনের বিভিন্ন ধরনের ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি দেখা গিয়েছে ফেসবুকে। তবে ১ মিলিয়ন ব্যবহারকারীদের সকলেরই পাসওয়ার্ড চুরি যায়নি।
Location :
First Published :
October 08, 2022 4:20 PM IST