জলপাইগুড়ির মোহিত নগরের বাসিন্দা এই পড়ুয়া রিয়ান সেন।সেখানকার এক বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সে। প্রায় দু মাস ধরে কাগজ,মাটি, কাপড় ও বিভিন্ন জিনিস দিয়ে এই প্রতিমা তৈরি করেছে বলে সে জানিয়েছে। এই কাজে সে পাশে পেয়েছে তার পরিবারকে।
আরও পড়ুন:পুজোয় ডুয়ার্সে বেড়াতে গেলে অবশ্যই ঘুরে আসুন ‘এই’ জাগ্রত মন্দিরে! কীভাবে যাবেন জেনে নিন
advertisement
বাড়ির ছেলের এই কাজে তারাও বেশ খুশি। পরিবারের তরফে জানানো হয়েছে, সে এই প্রতিমা তৈরি করতে কোনও রকমের প্রশিক্ষণ নেয়নি। সে গোটাটাই সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ভিডিও দেখেই তৈরি করে আসছে বিগত চার বছর ধরে। রিয়ান এর তৈরি করা এই প্রতিমা পুজোর দিন বরণ করা হয়। এমনকি সপ্তমী থেকে নবমী চলে দেবীর আরাধনাও। আর সেই আরাধনা দেখতে প্রতিবেশীরা ভিড় জমান রিয়ানের বাড়িতে।সব মিলে বেশ জমজমাট ব্যাপার রিয়ানের পাড়ায়।
সুরজিৎ দে