জানা গিয়েছে, টন্ডুর বাসিন্দা অজিত উরাও(৩২) টন্ডু চাবাগানের ২৩ নং সেকশনে ঘাস কাটতে গিয়েছিল। সেই সময় আচমকাই একটি বুনো শূকর তাকে এলোপাথাড়ি আক্রমণ করে বসে। শরীরের বিভিন্ন জায়গায় তাঁর আঘাত লাগে। অন্যদিকে, বামনডাঙ্গা চাবাগানের ২৫ নং সেকশনে গরু আনতে গিয়ে বিকি হাঁসদা(২৩)র উপরেও আক্রমণ করে একটি বন্য শূকর।
আরও পড়ুন: লামাহাটা ইকো পার্কেই রয়েছে পবিত্র জলাশয়, জানুন অজানা ইতিহাস
advertisement
পৃথক দুটি এলাকা থেকে আহত ২ জনকে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়।সেখান থেকে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাদের জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে। খবর পাওয়া মাত্রই খুনিয়া রেঞ্জের বনকর্মীরা সুলকাপাড়া হাসপাতালে চলে আসে। বন দফতরের পক্ষ থেকে চিকিৎসা ব্যাবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 6:20 PM IST