খবর পেয়ে ঘটনা স্থলে যায় মালবাজার থানার পুলিশ। পুলিশ গাড়ি দুটোকে আটক করেছে। আহত যাত্রী পলী দে, রেবা ভট্টাচার্য বলেন, আমরা জলপাইগুড়ি থেকে সরকারি স্টেট বাসে করে ওদলাবাড়ি আসছিলাম। গজোলডোবা কাটাঘরের সামনে একটা ট্রাক হঠাৎ দাঁড়িয়ে পড়ে। আর তখনই আমাদের বাসটা ওই ট্রাকে পেছনে ধাক্কা মারে। বাসের মধ্যেই আমরা ছিটকে পরি।
advertisement
আরও পড়ুনঃ ডামডিম থেকে কালিম্পঙের আলগাড়া পর্যন্ত নতুন সড়কের উদ্বোধন
এতে কমপক্ষে ১৫-১৬ জন আহত হয়েছি। কারো হাতে, পায়ে, কারো মুখে, আরো বুখে আঘাত লেগেছে। গজোলডোবার বাসিন্দা রবি বাড়োই বলেন, আমার মেয়ে প্রিয়া বাড়োই গজোলডোবা ১০ নাম্বার কলনী থেকে এই বাসে উঠেছিলো কিন্তু সাত নাম্বার কলনী পৌছাতেই বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা মারলে আমার মেয়ে নাক ফেটে যায়। হাতেও আঘাত লাগে। হাসপাতালে চিকিৎসা চলছে। এদিন বাসে ৪০ জনের মত যাত্রী ছিলো।
Surajit Dey