TRENDING:

Jalpaiguri News: সরকারি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ! আহত কমপক্ষে ১৬ জন যাত্রী

Last Updated:

জানা গেছে শক্রবার সকালে এদিন বাসটি জলপাইগুড়ি থেকে যাত্রী নিয়ে ওদলাবাড়ি আসছিলো। সকাল ৮টা নাগাদ গজলডোবা এলাকায় একটি বড় ট্রাক, বাসের সামনে হঠাৎ দাঁড়িয়ে পরায়, সরকারি বাসটি ওই ট্রাকের পেছনে ধাক্কা মারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : জানা গেছে শক্রবার সকালে এদিন বাসটি জলপাইগুড়ি থেকে যাত্রী নিয়ে ওদলাবাড়ি আসছিলো। সকাল ৮টা নাগাদ গজলডোবা এলাকায় একটি বড় ট্রাক, বাসের সামনে হঠাৎ দাঁড়িয়ে পরায়, সরকারি বাসটি ওই ট্রাকের পেছনে ধাক্কা মারে। আর এতেই আহত হয় ১৬ জন যাত্রী। আহতদের মধ্যে মহিলা, এক জন স্কুল ছাত্রী, চালক, খালাসি এবং অন্যান্য যাত্রীরা রয়েছে। আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসা চলছে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে।
advertisement

খবর পেয়ে ঘটনা স্থলে যায় মালবাজার থানার পুলিশ। পুলিশ গাড়ি দুটোকে আটক করেছে। আহত যাত্রী পলী দে, রেবা ভট্টাচার্য বলেন, আমরা জলপাইগুড়ি থেকে সরকারি স্টেট বাসে করে ওদলাবাড়ি আসছিলাম। গজোলডোবা কাটাঘরের সামনে একটা ট্রাক হঠাৎ দাঁড়িয়ে পড়ে। আর তখনই আমাদের বাসটা ওই ট্রাকে পেছনে ধাক্কা মারে। বাসের মধ্যেই আমরা ছিটকে পরি।

advertisement

আরও পড়ুনঃ ডামডিম থেকে কালিম্পঙের আলগাড়া পর্যন্ত নতুন সড়কের উদ্বোধন

এতে কমপক্ষে ১৫-১৬ জন আহত হয়েছি। কারো হাতে, পায়ে, কারো মুখে, আরো বুখে আঘাত লেগেছে। গজোলডোবার বাসিন্দা রবি বাড়োই বলেন, আমার মেয়ে প্রিয়া বাড়োই গজোলডোবা ১০ নাম্বার কলনী থেকে এই বাসে উঠেছিলো কিন্তু সাত নাম্বার কলনী পৌছাতেই বাসটি একটি ট্রাকের পেছনে ধাক্কা মারলে আমার মেয়ে নাক ফেটে যায়। হাতেও আঘাত লাগে। হাসপাতালে চিকিৎসা চলছে। এদিন বাসে ৪০ জনের মত যাত্রী ছিলো।

advertisement

View More

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সরকারি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ! আহত কমপক্ষে ১৬ জন যাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল