TRENDING:

Sperm Donor: ৬৬ বছর বয়সে ১২৯ সন্তানের জন্ম দিলেন এই ব্যক্তি ! চাহিদা পুরণ করতে ফেসবুকে তাঁকে খুঁজছেন মহিলারা

Last Updated:

Sperm Donor: মহিলারা ফেসবুকের মাধ্যমে ক্লাইভের সঙ্গে যোগাযোগ করেন। গোপণেই সব কাজ সারতে হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সন্তান ধারণের ইচ্ছা থাকলেও অনেকেই আছেন, যাঁরা বাবা হতে পারেন না। কোনো না কোনো শারীরিক সমস্যা তাঁদের ইচ্ছা পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। পরিস্থিতি এমন হলে অনেকেই সন্ধান করেন স্পার্ম ডোনারের। যাতে তাঁরা সন্তান ধারণ করতে পারেন। মনে থাকবে আয়ুষ্মান খুরানার ছবি 'ভিকি ডোনার'-এর কথা। সেখানে এমনই এক ঘটনা দেখিয়েছিলেন পরিচালক। তবে বাস্তবের ঘটনা আরও অবাক করা। খবর প্রকাশ পয়েছে, স্পার্ম ডোনেশনের (Sperm Donor) কাজ করে ১২৯ সন্তানের বাবা হয়েছেন ব্রিটেনের এক ব্যক্তি। যাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৬৬ বছর বয়সী ক্লাইভ জোন্স । ছবি: BPM
৬৬ বছর বয়সী ক্লাইভ জোন্স । ছবি: BPM
advertisement

৬৬ বছর বয়সী ক্লাইভ জোন্স গত ১০ বছর ধরে স্পার্ম ডোনেশনের (Sperm Donor) কাজ করছেন। তার এই কাজে তিনি এ পর্যন্ত ১২৯ সন্তানের জৈবিক পিতা হয়েছেন এবং শীঘ্রই আরও ৯ সন্তানের জন্ম হতে চলেছে, যার ফলে তিনি মোট ১৩৮ সন্তানের পিতা হবেন। ক্লাইভ বলেছেন যে সংখ্যাটি ১৫০ করার পরে, তিনি এই কাজকে বিদায় জানাবেন। তবে কাজটি খুব একটা সহজ কাজ নয়।

advertisement

আরও পড়ুন: উল নয়, নুডলস দিয়ে স্কার্ফ বুনছেন মহিলা, মুহুর্তেই ৭০ লাখের বেশি ভিউ, দেখুন ভাইরাল ভিডিও

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ক্লাইভ আনুষ্ঠানিকভাবে স্পার্ম ডোনার (Sperm Donor) হতে পারেন না, কারণ আমেরিকায় দাতা হওয়ার সর্বোচ্চ বয়স ৪৫ বছর। এ কারণে, যাঁরা স্পার্ম গ্রহণ করতে চান, তাঁরা ফেসবুকের মাধ্যমে তাঁরা ক্লাইভের সঙ্গে যোগা।যোগ স্থাপন করেন এবং তাদের চাহিদা পূরণ করার কথা জানান। বড় কথা হল তারা এই পরিষেবার জন্য টাকা নেন না ক্লাইভ। তিনি বলেন, কাউকে সুখ দিয়ে, কারওর সংসার গুছিয়ে তিনি সুখ পান। ৯-১০ বছর আগে সংবাদপত্রে একটি নিবন্ধ পড়ে তিনি এই ধারণাটি পেয়েছিলেন যখন তিনি দেখেছিলেন যে সন্তান ছাড়া মানুষকে কত মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়।

advertisement

আরও পড়ুন: স্রোতে ভেসে যাচ্ছে হরিণ শাবক, বাঁচাতে জলে ঝাঁপ পোষ্য কুকুরের! দেখুন ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক্লাইভের এই কর্মকাণ্ডে সতর্কতা জারি করেছে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি। প্রকৃতপক্ষে, ক্লাইভ তার ভ্যান থেকে শুক্রাণু দানের কাজ চালান কিন্তু প্রশাসনের কঠোর নির্দেশ রয়েছে, যে সমস্ত দাতারা শুক্রাণু দানের কাজ করবেন, তাঁরা শুধুমাত্র আমেরিকায় লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিকের মাধ্যমে তা বিক্রি বা ক্রয় করতে পারবেন। কর্তৃপক্ষ বলছে, ক্লিনিকের পরিচালনার মাধ্যমে দাতা এবং গ্রাহক উভয়কেই স্পার্ম দানের প্রভাব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করা যেতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Sperm Donor: ৬৬ বছর বয়সে ১২৯ সন্তানের জন্ম দিলেন এই ব্যক্তি ! চাহিদা পুরণ করতে ফেসবুকে তাঁকে খুঁজছেন মহিলারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল