TRENDING:

Crocodile Attack: মূর্তি ভেবে জড়িয়ে বিনোদন পার্কে সেলফি তোলার চেষ্টা, কুমিরের আক্রমণে রক্তাক্ত পর্যটক

Last Updated:

Crocodile Attack:জলে আধডোবা সরীসৃপের আক্রমণে তাঁর রক্তাক্ত হওয়ার ভিডিও ভাইরাল এখন সামাজিক মাধ্যমে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ম্যানিলা : প্লাস্টিকের মূর্তি ভেবে জড়িয়ে ধরে শেষে কুমিরের আক্রমণে রক্তাক্ত এক পর্যটক! এই ঘটনা ফিলিপিন্সের (Philippines) কাগায়ান দ্য ওরো শহরের ‘আমায়া ভিউ অ্যামিউজমেন্ট’ পার্কের৷ আহত পর্যটকের নাম নেহেমায়াস চিপাডা৷ ‘দ্য মিরর’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ষাটোর্ধ্ব ওই পর্যটক অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে গিয়েছিলেন গত ১০ নভেম্বর৷ জলে আধডোবা সরীসৃপের আক্রমণে তাঁর রক্তাক্ত হওয়ার ভিডিও ভাইরাল এখন সামাজিক মাধ্যমে (Viral Video of Crocodile Attack)৷
advertisement

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অ্যামিউজমেন্ট পার্কের জলাশয়ে নেমে কুমিরকে জড়িয়ে ধরে ছবি তুলছেন ওই ব্যক্তি৷ এক হাতে ধরে রয়েছেন মোবাইল ফোন৷ তিনি সেলফি তুলতে চাইছিলেন৷ ভেবেছিলেন জলের মধ্যে ওটা আসলে কুমিরের প্লাস্টিক মূর্তি!

আরও পড়ুন : কঙ্কালসার সিংহকে দেখে ক্ষুব্ধ নেটিজেনরা, করাচি পশুশালা কর্তৃপক্ষের দাবি খাদ্যাভাব নেই

advertisement

এর পরই পর্যটক চিপারার বাঁ হাত কামড়ে ধরে ১২ ফুট দৈর্ঘ্যের কুমিরটি৷ তার পর তাঁকে ধরে ক্রমশ গভীর জলে টেনে নিয়ে যায়৷ আতঙ্কে চিৎকার করে ওঠেন উপস্থিত থাকা চিপারার আত্মীয় পরিজন এবং অন্যান্য দর্শকরা৷ পুরো ঘটনা মোবাইলে রেকর্ড করেছেন ওখানে উপস্থিত রোগেলিও পামিসা অ্যান্টিগা৷ তার পর তিনি সেটি শেয়ার করেন সামাজিক মাধ্যমে৷

advertisement

আরও পড়ুন : ট্রেনের আসনে কুকুরের বর্জ্য রেখে চম্পট ব্যক্তির! কারণ জেনে নেটিজেনদের চক্ষু চড়কগাছ!

কুমিরের হাত থেকে নিজেকে মুক্ত করতে সমর্থ হন চিপারা৷ তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়৷ পরে বাঁ হাতে অস্ত্রোপচারও করতে হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন তিনি ক্রমশ সেরে উঠছেন৷

advertisement

আরও পড়ুন : তাজমহলের আদলে বাড়ি তৈরি করে স্ত্রীকে উপহার মধ্যপ্রদেশের বাসিন্দার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আক্রান্ত চিপাডার পরিবার এই ঘটনায় দায়ী করেছে বিনোদন পার্ক কর্তৃপক্ষকে৷ তাঁদের মতে, জলাশয়ের পাশে সাবধানবাণী জানিয়ে বোর্ড দেওয়া প্রয়োজন ছিল৷ তাঁদের আক্ষেপ, যদি ওখানে সাবধান করে কোনও বোর্ড দেওয়া থাকত, তাহলে এই ঘটনা ঘটত না৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিনোদন পার্ক কর্তৃপক্ষ৷ আহত ব্যক্তিকে চিকিৎসাবাবদ অর্থসাহায্য করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তাঁরা৷ কিন্তু তাঁদের দাবি, পার্কের ওই অংশটি রেস্ট্রিক্টেড৷ সেই চিহ্নের পাশাপাশি পার্কের গাইডদের তরফে ক্রমাগত নিষেধাজ্ঞা ছিল বলেও তাঁদের দাবি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Crocodile Attack: মূর্তি ভেবে জড়িয়ে বিনোদন পার্কে সেলফি তোলার চেষ্টা, কুমিরের আক্রমণে রক্তাক্ত পর্যটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল