করাচি : অসহায় ভাবে ধুঁকছে কঙ্কালসার সিংহ (weak lion)৷ অনলাইনে ছড়িয়ে পড়েছে ‘করাচি পশুশালার’ (Karachi Zoo) এই ভিডিও৷ তার পরই প্রাচীন এই চিড়িয়াখানার বিরুদ্ধে তোপ দেগেছেন পশুপ্রেমীরা৷ পাকিস্তানের এক নামী টিভি চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, করাচি পশুশালায় যাঁরা খাবার সরবরাহ করেন, তাঁরা সোমবার কাজ করেননি৷ অভিযোগ, তাঁদের প্রাপ্য অর্থ দীর্ঘ কয়েক মাস ধরে বকেয়া হয়ে পড়ে আছে৷
পশুদের খাদ্য সরবরাহকারী সংস্থার ঠিকাদার আমজাদ মাহমুদের অভিযোগ, ‘‘এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে কর্তৃপক্ষ আমাদের কোনও অর্থ মেটাননি৷’’ অবশ্য পরে তিনি এও জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে সব ঝামেলা মিটে গিয়েছে৷ তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে৷ চিড়িয়াখানাটি করাচি মেট্রোপলিটন কর্পোরেশন বা কেএমসি-র তত্ত্বাবধানে আছে৷
বিতর্কিত প্রসঙ্গ প্রকাশ্যে আসে সাংবাদিক কাটরিনা হোসেনের দৌলতে৷ তিনি একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানে দেখা গিয়েছে একটি অতি দুর্বল সিংহ খাঁচায় ধুঁকছে৷ ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘করাচি চিড়িয়াখানা খাদ্য সরবরাহকারীদের টাকা দিতে ব্যর্থ...জীবজন্তুদের চেহারা এখন ভয়াবহ৷’’ এই ভিডিওটি সামাজিক মাধ্যমে কয়েকশো বার শেয়ার করা হয়েছে৷ নেটিজেনদের অনেকেই চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দবি তুলেছেন৷
We have no right to zoos if this is how we treat animals....Karachi Zoo fails to pay food suppliers....The animals are already in awful shape. My heart is breaking. Let's shut down all zoos @murtazawahab1 pic.twitter.com/lBZNFnDqO5
— Quatrina (@QuatrinaHosain) November 22, 2021
অন্যদিকে করাচি মেট্রোপলিটন কর্পোরেশনের মুখপাত্র আলি হাসান সাজিদের দাবি, সামাজিক মাধ্যমে যে ছবি ঘুরছে, সেগুলি পুরনো৷ তাঁর দাবি, চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে৷ তিনি আরও জানান, খাবার সরবরাহ বন্ধ হয়ে গেলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে অন্তত এক সপ্তাহের খাদ্য মজুত আছে৷
করাচি চিড়িয়াখানার সিনিয়র ডিরেক্টর খালিদ হসমিও ইন্টানেটে ঘুরতে থাকা সব অভিযোগ নস্যাৎ করেছেন৷ তিনি জানান, চিড়িয়াখানায় খাবারের কোনও অভাব নেই৷ রুটিন মেনে জীবজন্তুদের খাওয়ানো হয়েছে বলে দাবি করেন তিনি৷ সাধারণ মানুষকে চিড়িয়াখানায় এসে জীবজন্তুদের দেখে যেতেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷
খালিদ হসমি যে ভিডিও শেয়ার করেছেন সেখানে অন্যান্য জীবজন্তুরা থাকলেও সেই দুর্বল সিংহটি নেই! এই মর্মেও জানতে চেয়েছেন নেটিজেনরা৷ প্রশ্ন করেছেন স্বয়ং সাংবাদিক কাটরিনা হোসেনও৷
I am taking you up on this offer to come see for myself....WHERE IS THE AFRICAN LION I TWEETED ABOUT? https://t.co/qdmwu0MfmT
— Quatrina (@QuatrinaHosain) November 23, 2021
প্রসঙ্গত করাচি চিড়িয়াখানা পাকিস্তানের মধ্যে বৃহত্তম এবং প্রাচীনত্বের দিক থেকে লাহোরের পরেই এর স্থান৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karachi Zoo, Viral Video