Viral Video : কঙ্কালসার সিংহকে দেখে ক্ষুব্ধ নেটিজেনরা, করাচি পশুশালা কর্তৃপক্ষের দাবি খাদ্যাভাব নেই

Last Updated:

Viral Video : অনলাইনে ছড়িয়ে পড়েছে করাচি পশুশালার (Karachi Zoo) এই ভিডিও৷ তার পরই প্রাচীন এই চিড়িয়াখানার বিরুদ্ধে তোপ দেগেছেন পশুপ্রেমীরা৷

করাচি : অসহায় ভাবে ধুঁকছে কঙ্কালসার সিংহ (weak lion)৷ অনলাইনে ছড়িয়ে পড়েছে ‘করাচি পশুশালার’ (Karachi Zoo) এই ভিডিও৷ তার পরই প্রাচীন এই চিড়িয়াখানার বিরুদ্ধে তোপ দেগেছেন পশুপ্রেমীরা৷ পাকিস্তানের এক নামী টিভি চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, করাচি পশুশালায় যাঁরা খাবার সরবরাহ করেন, তাঁরা সোমবার কাজ করেননি৷ অভিযোগ, তাঁদের প্রাপ্য অর্থ দীর্ঘ কয়েক মাস ধরে বকেয়া হয়ে পড়ে আছে৷
পশুদের খাদ্য সরবরাহকারী সংস্থার ঠিকাদার আমজাদ মাহমুদের অভিযোগ, ‘‘এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে কর্তৃপক্ষ আমাদের কোনও অর্থ মেটাননি৷’’ অবশ্য পরে তিনি এও জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে সব ঝামেলা মিটে গিয়েছে৷ তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে৷ চিড়িয়াখানাটি করাচি মেট্রোপলিটন কর্পোরেশন বা কেএমসি-র তত্ত্বাবধানে আছে৷
advertisement
বিতর্কিত প্রসঙ্গ প্রকাশ্যে আসে সাংবাদিক কাটরিনা হোসেনের দৌলতে৷ তিনি একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানে দেখা গিয়েছে একটি অতি দুর্বল সিংহ খাঁচায় ধুঁকছে৷ ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘করাচি চিড়িয়াখানা খাদ্য সরবরাহকারীদের টাকা দিতে ব্যর্থ...জীবজন্তুদের চেহারা এখন ভয়াবহ৷’’ এই ভিডিওটি সামাজিক মাধ্যমে কয়েকশো বার শেয়ার করা হয়েছে৷ নেটিজেনদের অনেকেই চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দবি তুলেছেন৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে করাচি মেট্রোপলিটন কর্পোরেশনের মুখপাত্র  আলি হাসান সাজিদের দাবি, সামাজিক মাধ্যমে যে ছবি ঘুরছে, সেগুলি পুরনো৷ তাঁর দাবি, চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে৷ তিনি আরও জানান, খাবার সরবরাহ বন্ধ হয়ে গেলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে অন্তত এক সপ্তাহের খাদ্য মজুত আছে৷
করাচি চিড়িয়াখানার সিনিয়র ডিরেক্টর খালিদ হসমিও ইন্টানেটে ঘুরতে থাকা সব অভিযোগ নস্যাৎ করেছেন৷ তিনি জানান, চিড়িয়াখানায় খাবারের কোনও অভাব নেই৷ রুটিন মেনে জীবজন্তুদের খাওয়ানো হয়েছে বলে দাবি করেন তিনি৷ সাধারণ মানুষকে চিড়িয়াখানায় এসে জীবজন্তুদের দেখে যেতেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি৷
advertisement
খালিদ হসমি যে ভিডিও শেয়ার করেছেন সেখানে অন্যান্য জীবজন্তুরা থাকলেও সেই দুর্বল সিংহটি নেই! এই মর্মেও জানতে চেয়েছেন নেটিজেনরা৷ প্রশ্ন করেছেন স্বয়ং সাংবাদিক কাটরিনা হোসেনও৷
advertisement
প্রসঙ্গত করাচি চিড়িয়াখানা পাকিস্তানের মধ্যে বৃহত্তম এবং প্রাচীনত্বের দিক থেকে লাহোরের পরেই এর স্থান৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : কঙ্কালসার সিংহকে দেখে ক্ষুব্ধ নেটিজেনরা, করাচি পশুশালা কর্তৃপক্ষের দাবি খাদ্যাভাব নেই
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement