ইস্তানবুল : সামাজিক মাধ্যমের দৌলতে এখন পশুপ্রাণীরাও বেশ জনপ্রিয়৷ সেরকমই একজন তুরস্কের ‘বোজি’ (Boji of Turkey)৷ এই সারমেয় মন জয় করেছে নেটিজেনদের৷ ইস্তানবুলের (Istanbul) পাবলিক ট্রান্সপোর্টে নিয়মিত যাতায়াত করা বোজি-র জন্য আছে নির্দিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও৷ তবে সম্প্রতি কিন্ত সুর কেটেছে৷ সাময়িক হলেও ভাটা পড়েছে তার জনপ্রিয়তায়৷
১৯ নভেম্বর এক ট্যুইটারেত্তি লেখেন যে ট্রেনের আসনে মলত্যাগ করেছে বোজি৷ সামাজিক মাধ্যমে এই কীর্তি মোটেও ভালভাবে নেয়নি৷ অনেকেই লেখেন, ‘এই কুকুর তার আচরণে সীমা অতিক্রম করেছে৷’
আরও পড়ুন :বৌভাতের সন্ধ্যায় লেহঙ্গা পরার ইচ্ছে? কেনার আগে যে বিষয়গুলি মনে রাখবেন
কিন্তু এই অভিযোগ তীব্র ভাবে অস্বীকার করেন বোজি-র ইনস্ট্রাক্টর আলি ইয়েসিলিরমার্ক৷ বোজি-র (Boji of Istanbul) ট্যুইটার অ্যাকাউন্টে জানান, ‘‘আমি সারাদিন ট্রেনিং সেন্টারেই ছিলাম৷ আমি সেন্টার থেকে বাইরে পা রাখিনি ইস্তানবুলে ঘোরার জন্য৷ কেউ ট্রামের আসনে কুকুরের বর্জ্য রেখে আমার উপর দোষ দিচ্ছেন! ধিক্কার আপনাকে৷’’
Bugün tüm gün kulübedeydim, İstanbul’u gezmedim bile. Tramvayı kirletip suçu bana atmışsın. Kötüsün. https://t.co/HNrSu1Tqsu
— Boji (@boji_ist) November 19, 2021
আরও পড়ুন : তাজমহলের আদলে বাড়ি তৈরি করে স্ত্রীকে উপহার মধ্যপ্রদেশের বাসিন্দার
ইস্তানবুল পুরসভার মুখপাত্র মুরত ওনগানের ট্যুইট করেছেন, ‘‘বোজি-র উপর দোষ দেওয়া হয়েছিল পাবলিক ট্রান্সপোর্টের আসন নোংরা করার৷ কিন্তু ক্যামেরা এই অবিশ্বাস্য দৃশ্য দেখাচ্ছে৷ দেখুন!’’ ভিডিওটি ১৪.৮ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে৷
Boji’nin tramvaya kaka yaptığı iddia edilmişti. Ama kameralar bize bu akıl almaz görüntüleri gösterdi, izleyin. pic.twitter.com/xLnDH7cjOb
— Murat Ongun (@Mrt_Ongun) November 20, 2021
আরও পড়ুন : রাতপোশাকেই বালিশ-বিছানা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে হাজির ঘুমকাতুরে তরুণী, নেটমাধ্যমে ভাইরাল ভিডিও
পরে দেখা যায় তাঁর দাবি-ই ঠিক৷ পাহারাদার ক্যামেরায় ধরা পড়ে, এক ব্যক্তি ট্রেনে ওঠেন৷ গেটের পাশে দাঁড়িয়ে তিনি চার দিকে দেখছিলেন৷ ক্যামেরায় দেখা গিয়েছে, এর পর তিনি চুপিসারে বর্জ্য আসনের উপর রেখে চোরের পালিয়ে যান৷ বোজি-কে দোষী সাজানোর জন্য যে এই কুকীর্তি করেছে, তাকে খোঁজা হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Istanbul, Turkey, Viral Video