Viral Video: রাতপোশাকেই বালিশ-বিছানা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে হাজির ঘুমকাতুরে তরুণী, নেটমাধ্যমে ভাইরাল ভিডিও

Last Updated:

টিকটকে ভিডিওটি নিজেই শেয়ার করেছেন ছাত্রী (Student attends class with mattress and bedding)৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘যখন আপনার সকাল ৯ টায় ক্লাস থাকে এবং তখনও আপনার ইচ্ছে হয় বিছানায় শুয়ে থাকার৷’’

সকাল ৯ টায় ক্লাস৷ কিন্তু তাও ঘুম পায় যে! তাই ব্রিটেনের তরুণী বালিশ-বিছানা নিয়েই হাজির ক্লাসে৷ নেটদুনিয়ায় এই ভিডিও এখন ভাইরাল৷
টিকটকে ভিডিওটি নিজেই শেয়ার করেছেন ছাত্রী (Student attends class with mattress and bedding)৷ ক্যাপশনে লিখেছেন, ‘‘যখন আপনার সকাল ৯ টায় ক্লাস থাকে এবং তখনও আপনার ইচ্ছে হয় বিছানায় শুয়ে থাকার৷’’ তাঁর দেওয়া হ্যাশট্যাগ দেখে বোঝা যাচ্ছে এই ঘটনা লেস্টারশায়ারের লখবোরো ইউনিভার্সিটির ঘটনা৷
আরও পড়ুন : তাজমহলের আদলে বাড়ি তৈরি করে স্ত্রীকে উপহার মধ্যপ্রদেশের বাসিন্দার
যে ছাত্রী এই আজব ভিডিও পোস্ট করেছেন, তাঁর নাম ম্যাগডা৷ ভিডিওতে তিনি সাদা রঙের রোব পরে লেকচার হল-এই চাকা লাগানো খাট সেট করেন৷ তার পর সেখানেই দিব্যি শুয়ে থাকেন৷ ক্লাসে ঢুকে তাঁকে দেখে বাকি পড়ুয়ারা তো তাজ্জব!
advertisement
advertisement
টিকটকে ইতিমধ্যেই ভিডিওটি-র ভিউজ প্রায় মিলিয়নের কাছাকাছি৷ এসেছে শতাধিক রসিক মন্তব্য৷ এক জন মন্তব্য করেছেন, তিনি বাড়ি থেকে অফিস করেন এভাবেই৷
advertisement
আরও পড়ুন : সুস্থতা ও রূপচর্চায় অপরিহার্য ভাতের মাড় ও চাল ভেজানো জল
বিশ্ববিদ্যালয়ের এই পড়ুয়া মজার ছলেই তৈরি করেছেন ভিডিওটি৷ কিন্তু গত প্রায় দু’ বছর ধরে চলা অতিমারি দেখিয়েছে, অনেক ক্ষেত্রেই ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইন ক্লাসের ক্ষেত্রে সব কিছুকে টেক্কা দিয়ে জয়ী হয়েছে আরাম এবং স্বাচ্ছন্দ্যই৷ গত বছরই নেটমাধ্যমে জনপ্রিয় হয়েছিল ‘কোয়ারান্টাইন পিলো চ্যালেঞ্জ’৷ সেখানে সকলে ধরা দিয়েছিলেন ঘুম থেকে ওঠার পর য়েরকম দেখতে লাগে, ঠিক সেরকম চেহারায় ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: রাতপোশাকেই বালিশ-বিছানা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে হাজির ঘুমকাতুরে তরুণী, নেটমাধ্যমে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement