টুইটার অ্যাকাউন্ট @WowTerrifying-এ মাঝে মধ্যেই এমন ভিডিও পোস্ট করা হয়ে থাকে। সেই ট্যুইটার চ্যানেলেই এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটি ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, জলাশয় একটি নৌকা নিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। সেই সময়ে জলের মধ্যে কিছু নড়াচড়া করতে তিনি দেখেন। তখনই দেখা যায়, বিরাট আকারের অ্যানাকোন্ডাটি দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে।
advertisement
অ্যানাকোন্ডা সাধারণত অনেক বড় আকৃতির হয়। ভাইরাল ভিডিওতে থাকা অ্যানাকোন্ডাটির আকারও বিরাট বড় ছিল। কিন্তু অ্যানাকোন্ডা কোনও আক্রমণ কিছু করেনি। সেখান থেকে চলে গিয়েছে। তবে ভিডিওটি দেখে ঘাবড়ে গিয়েছেন নেটিজেনরা। কারণ, এতো বড় অ্যানাকোন্ডা লোকালয়ের কোনও জলাশয়ে রয়েছে, তা সত্যি উদ্বেগের বিষয়।
আরও পড়ুন, বিরোধী ঐক্য গড়তে কোমর বেঁধে নেমেছেন নীতীশ! কেজরির পরে বৈঠক রাহুল-খাড়্গের সঙ্গে
আরও পড়ুন, নজরে মমতা-কেজরিওয়াল বৈঠক, মোদি বিরোধী মহাজোটের ভিত মজবুত করাই কি লক্ষ্য?
আফ্রিকার পাশাপাশি, দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলেও অ্যানাকোন্ডার দেখা মেলে। তবে সেগুলি আফ্রিকার তুলনায় আকারে অনেকটা ছোট হয়। কিন্তু ভাইরাল ভিডিওতে বিরাট আকারের অ্যানাকোন্ডা দেখা যাচ্ছে। যা দেখে হতবাক নেটিজেনরা। অবিলম্বে স্থানীয় বন্য বিভাগ খবর দিতে বলেছেন তাঁরা। তবে এর পরে কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।