Mamata-Kejriwal Meeting: নজরে মমতা-কেজরিওয়াল বৈঠক, মোদি বিরোধী মহাজোটের ভিত মজবুত করাই কি লক্ষ্য?
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আজ, দুপুর ২টো নাগাদ কলকাতা এসে পৌঁছাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নবান্নে প্রায় এক ঘণ্টা বৈঠকের পর মুম্বই যাওয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রীর
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মোদি বিরোধী মহাজোটের ভিত মজবুত করার অঙ্কে এতদিন অখিলেশ যাদব, নীতীশ কুমার, স্ট্যালিনদের নাম শোনা গেলেও অরবিন্দ কেজরিওয়াল ছিলেন অন্তরালে। কর্ণাটকের ভোটের ফলাফল বেরোনোর পর এবার রাজনীতির সমীকরণ বদলাচ্ছে।
আজ, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো। রাজনৈতিক মহলের মতে এই মুহূর্তে মোদি বিরোধী রাজনীতির প্রধান দুই শক্তির বৈঠক হবে নবান্নে। গত ১৭ মার্চ কালীঘাটে সমাজবাদী পার্টির সুপ্রিম অখিলেশ যাদব এবং তার ঠিক সাত দিনের মাথায় জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
advertisement
advertisement
গত ২৪ এপ্রিল নবান্নে নীতিশ কুমার ও তেজস্বী যাদব লোকসভা ভোটে বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার লক্ষ্যে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও এই পর্বে বিরোধীদের মধ্যে সেতুবন্ধনের কাজটা চালিয়ে যাচ্ছেন বিহারে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যদিও কেজরিওয়ালের এই সক্রিয়তার পিছনে অবশ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের জারি করা অর্ডিন্যান্স। সুপ্রিম কোর্টের নির্দেশ এড়িয়ে দিল্লি প্রশাসন হাতে রাখতে মরিয়া কেন্দ্র। তাই রাতারাতি এসেছে এই সংক্রান্ত অর্ডিন্যান্স। এই সংক্রান্ত বিল রাজ্যসভায় যাতে কোনওভাবেই পাশ না হয়, তার জন্য প্রত্যেক বিরোধী দলের সমর্থন চাইছেন তিনি। সেই লক্ষ্যেও এদিনের সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
যদিও এর আগেও যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবারের নবান্নের এদিনের বৈঠক রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে এদিনের বৈঠকে বিরোধী জোটের ঐক্যকে মজবুত করা নিয়ে আলোচনা হয় নাকি দিল্লির পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সেদিকেও নজর থাকবে। সম্প্রতি কর্ণাটকের নির্বাচনের ফল রসদ জুগিয়েছে মোদি বিরোধী দলগুলিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে জায়গায় যে দলগুলি শক্তিশালী তাদের একের বিরুদ্ধে একের লড়াই করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে কংগ্রেসকেও তিনি বার্তা দিয়েছেন বলেও মনে করা হচ্ছে। তাই সব মিলিয়ে আজ দিনভর নজর থাকবে, মমতা-কেজরিওয়ালের বৈঠকের দিকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 8:33 AM IST










