TRENDING:

শাড়ি, কপালে টিপ আর নাগরা জুতোর সাজে দুই মার্কিন যুবক শিকাগোর রাজপথ ধরে চললেন ভারতীয় বন্ধুর বিয়েতে, নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

Chicago Men in Saree: ভারতীয় বন্ধুর বিয়েতে ওই দুই শ্বেতাঙ্গ আমেরিকান হাজির শাড়ি পরে! সঙ্গে নাগরাই জুতো৷ ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রিয় বন্ধুর বিয়েতে চমক দেওয়ার চেষ্টার অন্ত থাকে না ঘনিষ্ঠ বন্ধুদের৷ ভারতীয় ঘরানার বিয়েতে সাধারণত নাচগানের আয়োজন করা হয়৷ থাকে চমকের বন্দোবস্তও৷ কখনও থাকে নির্ভেজাল, নির্দোষ দুষ্টুমিও৷ প্র্যাকটিক্যাল জোকও থাকে সেই তালিকায়৷ তবে বন্ধুকে সেরা চমক দিয়েছেন শিকাগোর দুই যুবক৷ ভারতীয় বন্ধুর বিয়েতে ওই দুই শ্বেতাঙ্গ আমেরিকান হাজির শাড়ি পরে! সঙ্গে নাগরাই জুতো৷ ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি৷
advertisement

শাড়ির সাজে সেজে শিকাগোর রাজপথ ধরে হেঁটে যাচ্ছেন বন্ধুর বিয়েতে৷ পোশাক নিয়ে লিঙ্গভিত্তিক বাধা তাঁরা উড়িয়েছেন ফুৎকারে৷ বিয়ের পাত্রের ‘বেস্ট ম্যান’-এর নিখুঁত ভারতীয় সাজ এখন দারুণ জনপ্রিয় নেটিজেনদের মধ্যে৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শাড়ির সঙ্গে দিব্যি বিন্দিও পরেছেন তাঁরা৷ জীবনে প্রথম বার শাড়ি পরে কিন্তু একটুও ঘাবড়ালেন না৷ বরং সপ্রতিভ ভাবে হেঁটে গেলেন৷ বন্ধুদের ওই সাজে দেখে বিয়ের পাত্র তো হতবাক! তাঁর বিস্ময়াপন্ন মুখের ভাব এখন সুপার ভাইরাল৷

advertisement

আরও পড়ুন :  প্রাতর্ভ্রমণের সময় প্রেম, পাকিস্তানে ১৯ বছরের কিশোরীকে বিয়ে করলেন ৭০ বছর বয়সি বৃদ্ধ

ভিডিও ক্লিপটি আপলোড করেছে শিকাগো ওয়েডিং ভিডিওগ্রাফার প্যারাগন ফিল্মস৷ ভিডিওর ক্যাপশনে লেখা ‘‘কেবলমাত্র বিয়ের দিনে সকালের একটা ভিডিও যেখানে বরের দুই বন্ধু বা বিয়ের বেস্ট ম্যান শাড়ি পরে হেঁটে যাচ্ছে মিশিগান অ্যাভিনিউ ধরে৷’’ ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা শাড়ি পরিয়ে দিচ্ছেন ওই দুই যুবককে৷ তার পর শাড়ি ম্যানেজ করতে বিন্দুমাত্র অসুবিধে হয়নি তাঁদের৷ দেখা গিয়েছে বিয়ের কনেকেও৷ তিনি তো কাণ্ডকারখানা দেখে হেসেই কুটোপাটি৷ ভিডিওর শেষে তো পাত্র জড়িয়ে ধরলেন শাড়ি পরিহিত দুই বন্ধুকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শেয়ার করার পর তিরিশ হাজারের বেশি লাইক পেয়েছে ভিডিওটি৷ ভিউজ ছাপিয়েছে তিন লক্ষের বেশি৷ দুই বন্ধুর সৃজনশীলতাকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ সবথেকে প্রশংসিত হয়েছে তাঁদের শাড়ি ম্যানেজ করার সপ্রতিভতা৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
শাড়ি, কপালে টিপ আর নাগরা জুতোর সাজে দুই মার্কিন যুবক শিকাগোর রাজপথ ধরে চললেন ভারতীয় বন্ধুর বিয়েতে, নিমেষে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল