সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সেই ভিডিও (Viral Video) শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, কীভাবে ধীরে ধীরে মেঘ আগে এগিয়ে চলেছে এবং আচমকা সেই মেঘের থেকে জলের ধারা নিচে পড়তে শুরু করে। নিচে থাকা একটি নদীতে সেই জল মিশে যাচ্ছে। সেই মেঘ ফেটে জলের ধারা নিচের নদীতে এসে পরার ফলে ভয়ঙ্কর কিছু ঘটেনি।
advertisement
আরও পড়ুন - World Cancer Day: ONCO সারভাইভারদের মনোবল বাড়িয়ে মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগ নিল কলকাতা
কিন্তু সেই জলের ধারা যদি কোনও ময়দান এবং জনবসতি এলাকার ওপরে এসে পড়ত, তাহলে ঘটে যেত ভয়ঙ্কর বিপদ,সেটা এখন ভাইরাল নিউজ (Viral News)।
আরও পড়ুন - Pink Ball Test: ভারতে ফের হবে পিঙ্ক বল টেস্ট, সুখবর দিলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভাইরাল (Viral Video) হওয়া সেই ভিডিওর আওয়াজের তীব্রতা খুবই বেশি। সেই ভিডিওতে মেঘ ফাটার এবং তার থেকে জলের ধারা পড়ার আওয়াজের তীব্রতা শুনে সকলেই ভয় পেয়ে যাবে। এই ভিডিও দেখেই অনুমান করা সম্ভব যে, কোনও জায়গায় যখন এই মেঘ ফাটা জলের ধারা এসে পড়ে তখন সেখানকার অবস্থা ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। ভাইরাল হওয়া সেই মেঘ ফাটার ভিডিও থেকে একটি বিষয় পরিষ্কার যে, এই ধরনের মেঘ ফেটে জলের ধারা পড়ার ফলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি, কারণ এটি নিমেষে সবকিছু ধ্বংস করে দিতে পারে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিওর (Viral News) ভিউ ইতিমধ্যেই প্রায় লাখ ছাড়িয়ে গিয়েছে। অনেকেই সেই ভিডিও দেখে চমকে গিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গায় মেঘ ফাটার মতো ঘটনা ঘটেছে ইতিপূর্বে। যার ফলে বিশাল বড় আকারের বিপদ ঘটেছে। ভারতে বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল এবং লাদাখের মতো পাহাড়ি এলাকায় এই ধরনের মেঘ ফাটার ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
