World Cancer Day: ONCO সারভাইভারদের মনোবল বাড়িয়ে মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগ নিল কলকাতা

Last Updated:

World Cancer Day: এই বিশ্ব ক্যানসার দিবসের প্রাক্কালে, মেডিকা ক্যানসার হাসপাতাল ONCO সারভাইভারদের কাজ দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনছে।

World Cancer Day: Medica is bringing back Onco survivor in main stream
World Cancer Day: Medica is bringing back Onco survivor in main stream
#কলকাতা: ২০২২ সালের বিশ্ব ক্যানসার দিবসের (World Cancer Day) থিম হল ক্লোজিং দ্য কেয়ার গ্যাপ। ক্যানসারের প্রসঙ্গ এলে কিন্তু বলতে হয়, আমরা অধিকংশ মানুষই মৌলিক যত্ন থেকে বঞ্চিত। যদিও ক্যানসারের (Cancer) মতো সাংঘাতিক রোগের প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে ইতিমধ্যেই বিস্ময়কর অগ্রগতি হয়েছে, তবুও রোগীদের তত্ত্বাবধায়ক হিসাবে, এই রোগ নির্ণয় এবং চিকিৎসার ব্যবধানটি বন্ধ করার জন্য কার্যকর প্রচেষ্টা করে যাওয়াই আগামীর লক্ষ্য। যারা ক্যানসারের (Cancer) সঙ্গে লড়াই করে, তাদের সঠিক চিকিৎসা ও যত্নপ্রাপ্তির মধ্যে কিন্তু চূড়ান্ত ব্যবধান রয়েছে। এই ব্যবধান আসলে নির্ভর করে ব্যক্তির আয়, শিক্ষা, ভৌগোলিক অবস্থান, বয়স, অক্ষমতা এবং জীবনধারার উপরে।
মেডিকা (Medica Cancer Hospital), এই মুহূর্তে পূর্ব ভারতের সবচেয়ে দ্রুত বর্ধমান হেলথ কেয়ার গ্রুপ, কলকাতায় একটি বিশ্বমানের ক্যানসার হাসপাতালের সুবিধা স্থাপনের জন্য প্রস্তুত। এক দায়িত্বশীল পরিষেবা প্রদানকারী হিসাবে, মেডিকা মনে করে যে কেবলমাত্র আধুনিক প্রযুক্তি নয়, রোগীদের যত্নশীল চিকিৎসা পদ্ধতির প্রয়োজন রয়েছে। এই কারণেই মেডিকা ক্যানসার হাসপাতালে চিকিৎসার পাশাপাশি ক্যানসার-সংগ্রামী মানুষদের যত্নও একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে।
advertisement
advertisement
এই বিশ্ব ক্যানসার দিবসের প্রাক্কালে, মেডিকা ক্যানসার হাসপাতাল (Medica Cancer Hospital) ONCO সারভাইভারদের কাজ দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনছে।
৪৬ বছর বয়সী রিমা রায় ২০১৯ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে ডা. সৌরভ দত্তের সঙ্গে যোগাযোগ করেন। তারপর বায়োপসির মাধ্যমে তাঁর ক্যানসার ধরা পরে। নভেম্বর ২০১৯ সালে, রিমার কেমোথেরাপি সেশন শুরু হয় এবং তাঁকে মোট ২১টি সেশনের মধ্য দিয়ে যেতে হয়। মেডিকা নতুন অনকোলজি ইউনিটের জন্য অপারেশন সেকশনে রিমাকে নিয়োগ করেছে।
advertisement
খুদিরাবাদের বাসিন্দা সুরজিৎ মৃধা, ৩৮ বছর বয়সে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে লিঙ্গ ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে আসেন। তাঁর চিকিৎসার জন্য ব্যয় করা ২৫০,০০০ টাকা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়। বর্তমানে মেডিকা নতুন অনকোলজি ইউনিটের জন্য একজন হাউসকিপিং অপারেটিভ হিসাবে সুরজিৎকে নিয়োগ করেছে।
advertisement
মেডিকা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম খরচে রোগীদের দ্রুত নিরাময়ে সক্ষম। এই লক্ষ্যে মেডিকা এখন বোর্ডে নিয়ে এসেছে ডা. ভিঞ্চি শি সিস্টেম যা এখন সার্জনদের মাল্টি-কোয়াড্রেন্ট অ্যাকসেস, উন্নত সহজ-ব্যবহার, পোর্টফোলিও সরবরাহ করতে সক্ষম হবে।
এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে, ডা. সৌরভ দত্ত (Dr. Sourav Dutta), মেডিকা ক্যানসার হাসপাতালের পরিচালক বলেন, “ক্যানসার থেকে বেঁচে যাওয়া বেশিরভাগ মানুষই কাজ করার উপযুক্ত। আমাদের মানসিকতাই আমাদের ভরসা।”
advertisement
ডা. অলোক রায় (Dr. Alok Roy), FICCI হেলথ সার্ভিস কমিটির সদস্য এবং চেয়ারম্যান বলেন “ক্যানসারের চিকিৎসার জন্য আরও মানবিক পদ্ধতির প্রয়োজন। শুধু শারীরিক নয়, মানসিক দিকও নিরাময় করা প্রয়োজন”।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Cancer Day: ONCO সারভাইভারদের মনোবল বাড়িয়ে মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগ নিল কলকাতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement