Zodiac Signs: বৃহস্পতি তুঙ্গে, এই রাশির জাতক-জাতিকাদের জীবন হবে তোলপাড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Zodiac Signs: বৃহস্পতির (Jupiter) এই বক্রী হওয়ার কারণেই ৬ টি রাশিচক্রের শুরু হচ্ছে শুভ সময়।
জ্যোতিষশাস্ত্রের (Astrology) জন্য আজ একটি বিশেষ দিন৷ আজকের দিন থেকেই ৭ টি গ্রহ রাশি (Zodiac Signs) পরিবর্তন করছে। তারমধ্যে মানুষের ভাগ্যনিয়ন্তক বৃহস্পতিরও (Jupiter) পথ পরিবর্তন শুরু হচ্ছে। এদিন থেকে ধনু রাশিতে সরল পথে থাকবে। এদিকে বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ না করা অবধি এই পথেই থাকবে। এর আগে গত বছর বৃহস্পতি মকর রাশিতে ছিল। তারপরে বৃহস্পতি (Jupiter) বক্রী হয়েছিল। বৃহস্পতির (Jupiter) এই বক্রী হওয়ার কারণেই ৬ টি রাশিচক্রের শুরু হচ্ছে শুভ সময়। এই সময় ভাগ্য থাকবে সুপ্রসন্ন৷ একেবারে সঠিক পথে গ্রহকে তুষ্ট রেখে চলতে পারলে টাকা (Money) ,ঐশ্বর্য সবকিছু আসবে হু হু করে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কুম্ভ (Aquarius) - বৃহস্পতির (Jupiter) প্রভাবে কুম্ভ (aquarius) রাশির (Zodiac Signs) আয়ের পরিমাণ বাড়বে। অফিসে কর্মরত ব্যক্তিরা কর্মস্থানের সমর্থন পাবেন। সমাজে আপনার শ্রদ্ধা বাড়বে। আপনি যে কাজ হাতে নেবেন তা সফল হবে। Disclaimer: এই সব তথ্য জোতিষশাস্ত্রের বিশেষজ্ঞের মতের ভিত্তিতে প্রদান করা হয়েছে, নিউজ ১৮ বাংলা এই বিষয়ে কোনও নিজস্ব মত পোষণ করে না৷