Ganesh Jayanti: এইভাবে গণপতি-র সঙ্গে দেবী লক্ষ্মী-র আরাধনায় হবে অর্থের আগমন, কোনওদিন হবে না দুঃখ

Last Updated:

গণেশ বন্দনা (Ganesh Puja) করুন এবং তাঁর জন্মদিন পালন করুন৷ আজকের দিনের মহত্ত্ব এই কারণে যে মাতা লক্ষ্মীকেও (Laxmi Puja) একইসঙ্গে পুজো করে তুষ্ট করতে পারেন৷

ganesh jayanti 2022 know how to please mata lakshmi and lord ganesha will get prosperity- Photo-Representative
ganesh jayanti 2022 know how to please mata lakshmi and lord ganesha will get prosperity- Photo-Representative
#কলকাতা: আজ ৪ ফেব্রুয়ারি গণেশ জয়ন্তী (Ganesh Jayanti 2022)৷ আজ মাঘ মাসের বিনায়ক চতুর্থীর (Vinayak Chaturthi) ব্রত পালন করছেন বহু মানুষ৷ আজ গণেশ জয়ন্তীতে রবি এবং শিব যোগের সঙ্গে দিন শুক্রবার৷ পূজা-র গণেশ বন্দনা (Ganesh Puja) করুন এবং তাঁর জন্মদিন পালন করুন৷ আজকের দিনের মহত্ত্ব এই কারণে যে মাতা লক্ষ্মীকেও (Laxmi Puja) একইসঙ্গে পুজো করে তুষ্ট করতে পারেন৷ এই জন্যে আজকের পূজার বাড়তি মহত্ত্ব৷ একইসঙ্গে শুক্রবারের ব্রত-র লাভও পেতে পারেন আজকের অর্চনা থেকে৷
গণেশ জয়ন্তী ২০২২ পূজা (Ganesh Jayanti 2022)
গণেশের অর্চনার সময় স্নান করে শুদ্ধ হয়ে গণেশজী-র মূর্তির সঙ্গে মাতা লক্ষ্মীর মূর্তিও স্থাপিত করবেন৷ গণেশকে মাতা পাবর্তী বরদান দিয়েছিলেন গণপতির পূজার সময় মাতা লক্ষ্মীর অর্চনা করতে দ্বিগুণ ফল  (Money) পাবেন ভক্তরা৷
ঘরে স্থাপিত লক্ষ্মী মাতার সঙ্গে গণেশজী -র পূজার বিধান রয়েছে৷ দেবী লক্ষ্মীর সঙ্গে গণেশজী-র পূজায় আয় (Money) বৃদ্ধি হয়৷ এইভাবে ধণ আয় তা স্থায়ী হয়৷ এই ধন তাড়াতাড়ি ব্যয় হয় না৷
advertisement
advertisement
লক্ষ্মী ও গণেশের মূর্তি অক্ষত, গোলাপ, পদ্মফুল, চন্দন, ধূপ, দীপ, গন্ধ, অর্পণ করতে হয়৷ গণেশজীকে দুর্বা দিতে হয় এবং ভোগ নিবেদন করা হয়৷ মাতা লক্ষ্মী ক্ষীর কিম্বা সাদা বরফি ভোগ দিতে হয়৷ কমলগাট্টা লক্ষ্মীজিকে নিবেদন করতে হয়৷
advertisement
গণেশ ও লক্ষ্মীর (Ganesh) (Laxmi) আরতি 
এরপরে গণেশ চালিশা এবম কনকধারা স্তোত্র পাঠ করতে হয়৷ এরপরে মাতা লক্ষ্মী এবম গণেশজী -র আরতি কর্পূর এবং ঘিয়ের দীপক দিয়ে করতে হয়৷ পূজার সময় গণেশজীর জন্মকথা শুনতে হয়৷
advertisement
সাদা বস্ত্র, কর্পূর, ঘি, চাল, আতর, শৃঙ্গার সামগ্রী, মিছরি, দই, দান করতে হয়৷ শুক্রবার এই বস্তুগুলি দান করতে হয়৷ তাতে সম্পদ ও অর্থ উপার্জন হয়৷ এতে শুক্রগ্রহ মজবুত করা হয়৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ganesh Jayanti: এইভাবে গণপতি-র সঙ্গে দেবী লক্ষ্মী-র আরাধনায় হবে অর্থের আগমন, কোনওদিন হবে না দুঃখ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement