TRENDING:

Viral News: ভরা ফুডকোর্টেই সন্তানকে প্রস্রাব করালেন মা! ভাইরাল ছবি দেখে বেজায় খাপ্পা নেটিজেনরা!

Last Updated:

Viral News: দেখা যায়, প্রস্রাব করছে শিশুটি আর মা তা বোতলে ভরে রাখছেন! আর এই ছবি ভাইরাল হতেই নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিঙ্গাপুর: বেশ ব্যস্ত ফুডকোর্ট। মানুষজনের ভিড়। তারই মাঝে একটি টেবিলে ছিলেন মা ও তাঁর শিশু সন্তান। সামনে রাখা খাবারও। দেখা যায়, প্রস্রাব করছে শিশুটি আর মা তা বোতলে ভরে রাখছেন! আর এই ছবি ভাইরাল হতেই নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনরা (Viral News)!
ভরা ফুডকোর্টেই সন্তানকে প্রস্রাব করালেন মা! ভাইরাল ছবি দেখে বেজায় খাপ্পা নেটিজেনরা!
ভরা ফুডকোর্টেই সন্তানকে প্রস্রাব করালেন মা! ভাইরাল ছবি দেখে বেজায় খাপ্পা নেটিজেনরা!
advertisement

আসলে অনেক সময় আপৎকালীন পরিস্থিতিতে অনেকেই মূত্রের বেগ চেপে না-রেখে বোতলেই মূত্রত্যাগ করে থাকেন। সাধারণত বৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রেই এমনটা করা হয়। কারণ অনেক সময় গাড়িতে চলে রোড ট্রিপে বেরোলে আশপাশে সচরাচর শৌচাগার থাকে না। তখন সেক্ষেত্রে অতক্ষণ প্রস্রাবের বেগ চেপে রাখা সম্ভবও হয় না। তাই বোতলই ভরসা! বোতলেই মূত্রত্যাগ করে তা ফেলে দেওয়া হয় (Viral News)।

advertisement

আরও পড়ুন-নির্দিষ্ট এই অভিমুখ মেনে খেতে বসলে শরীর থাকবে সুস্থ, আর মিলবে দীর্ঘায়ুর আশীর্বাদও!

সম্প্রতি সিঙ্গাপুরেও এমনই এক ঘটনা সামনে এসেছে। কিন্তু সেই ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের এক মলের ফুডকোর্টে। আর এই ছবিই পোস্ট করা হয়েছে কমপ্লেন্ট সিঙ্গাপুর নামের এক পেজে আর ঘটনাটি শেয়ার করেছেন ওই পেজেরই সদস্য লিজ লান। তিনি ক্যাপশনে লিখেছেন, “এরকম কেন? ফুডকোর্টের বাইরেই তো শৌচাগার! যেতে মাত্র এক মিনিট লাগত।”

advertisement

লিজের পোস্ট করা এই ছবি দেখেই বেজায় চটেছেন নেটাগরিকরা। কেউ কেউ এটাকে ‘অসভ্যতা’ বলেও দাগিয়ে দিয়েছেন। অনেকে আবার হাইজিন নিয়েও প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিকের বক্তব্য, ‘‘আমি জানি, বাচ্চাটি খুবই ছোট। কিন্তু তা-ও এই বিষয়টি মেনে নেওয়া যায় না। কারণ ফুডকোর্টে তো মানুষ খেতেই আসে! আমি ওই মায়ের জায়গায় থাকলে ফুডকোর্টে ঢোকার আগেই ছেলে-মেয়ের প্রস্রাব পেয়েছে কি না, তা জিজ্ঞেস করে নিতাম। এটা তো তা-ও প্রস্রাব করছে! যদি বাচ্চাটার মলত্যাগের বেগ আসত! সেটাও কি ওখানেই করাতেন ওই মহিলা?”

advertisement

আরও পড়ুন-বার বার কানে বাজছে একই সুর, রহস্যময় এই অনুভূতির পিছনে কি আদৌ কোনও বৈজ্ঞানিক কারণ রয়েছে?

আর এক ফেসবুক ব্যবহারকারী বলেছেন, “ট্রেন-বাস বা কোনও যানবাহনে চড়ার আগে অথবা কোথাও প্রবেশের আগে আমি সব সময় আমার সন্তানদের শৌচাগারে নিয়ে যাই। শুধুমাত্র এমন ঘটনা যাতে না-ঘটে, সেই কারণেই আমি এটা করে থাকি। আমার ছেলে-মেয়েরা একটু বড় হয়েছে, তা-ও এই অভ্যেসটা আমি বজায় রেখেছি।”

advertisement

এছাড়াও বহু নাগরিকই তোপ দেগেছেন। প্রশ্ন তুলেছেন সন্তানকে দেওয়া ওই মায়ের শিক্ষার বিষয়েও। এক নেটাগরিকের কথায়, এভাবে তো বড়রাই বাচ্চাদের ভুলভাল শিক্ষা দিচ্ছে। ওদের মন এভাবেই বিষিয়ে তুলছে। এবার নিশ্চয়ই কাউকে এটা বলে দিতে হবে না যে, এই স্থানে মূত্র ত্যাগ করা উচিত নয়!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে ট্রোলের পাশাপাশিই কিছু কিছু মানুষ ওই মায়ের পাশেই দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, ফুডকোর্টে বসার জায়গা পাওয়া খুবই মুশকিল। এবার সিট চলে যাওয়ার ভয়ে হয় তো ওই মা আর সন্তানকে শৌচাগারে নিয়ে যাননি। ওখানেই ছেলেকে প্রস্রাব করিয়েছেন। আবার আর এক জন বলেন, ‘‘আমার মনে হয়, ওই মা বোধহয় কোভিডের ভয়ে বাচ্চাকে শৌচাগারে নিয়ে যাননি।”

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: ভরা ফুডকোর্টেই সন্তানকে প্রস্রাব করালেন মা! ভাইরাল ছবি দেখে বেজায় খাপ্পা নেটিজেনরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল