TRENDING:

Viral : লটারিতে ১২.১৩ কোটি জিতে স্ত্রীকে গোপন, প্রাক্তনকে ফ্ল্যাট কিনে দিতেই সব ফাঁস, ঘোর সঙ্কটে যুবক

Last Updated:

Viral : তিনি এ খবর সম্পূর্ণ গোপন করেছিলেন নিজের স্ত্রীর কাছ থেকে। এখন শিয়রে সমন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লটারিতে ১০ মিলিয়ন ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ১২.১৩ কোটি টাকা জিতেছিলেন চিনের যুবক ঝৌ। কিন্তু তিনি এ খবর সম্পূর্ণ গোপন করেছিলেন নিজের স্ত্রীর কাছ থেকে। এখন শিয়রে সমন। স্ত্রী আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। ঝৌ-কে নির্দেশ দেওয়া হয়েছে স্ত্রীকে কয়েক লক্ষ ইউয়ান ক্ষতিপূরণ দেওয়ার।
advertisement

দু’ বছর আগেই লটারি জিতেছিলেন ঝৌ। কর দেওয়ার পর ১০ মিলিয়ন ইউয়ান পুরস্কার থেকে তিনি পেয়েছিলেন ৮.৪৩ মিলিয়ন ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ১০.২২ কোটি টাকা। এই প্রাপ্তি সংবাদ তিনি স্ত্রী লি-এর কাছ থেকে সম্পূর্ণ গোপন করে যান।

আরও পড়ুন :  ৩২ বার বিয়ে, ১৯ সন্তান, শেষ বয়সে নিঃস্ব ও নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু এই রেকর্ডধারীর

advertisement

ঝৌ-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার্ড হওয়ার পর ২ মিলিয়ন ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ২.৪২ কোটি টাকা তিনি নিজের বড় দিদিকে দেন। দিনকয়েক পর ৭০০,০০০ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ৮৪.৯৩ লক্ষ টাকা তোলেন অ্যাকাউন্ট থেকে, প্রাক্তন স্ত্রীকে নতুন ফ্ল্যাট কিনে দেবেন বলে।

এর পর তাঁর কীর্তি ফাঁস হয়ে যায় স্ত্রী কাছে। স্বামীর এই গোপনীয়তা সহ্য করতে পারেননি স্ত্রী লি। তিনি সোজা আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, এ বার ঝৌ-কে ২.৭ মিলিয়ন ইউয়ান দিতে হবে। তাঁর এই দাবিকে সঙ্গত মনে করেছে আদালত। কারণ আদালতের মতে লটারিতে প্রাপ্ত ওই টাকা ঝৌ এবং লিয়ের যৌথ সম্পত্তি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

চিনের সামাজিক মাধ্যমে ভাইরাল এই সম্পত্তি-সঙ্কট।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral : লটারিতে ১২.১৩ কোটি জিতে স্ত্রীকে গোপন, প্রাক্তনকে ফ্ল্যাট কিনে দিতেই সব ফাঁস, ঘোর সঙ্কটে যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল