ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ সেখানে এক নেটিজেন জানিয়েছেন যে ওই তরুণী বেহালায় বাজাচ্ছেন ‘নিচ ইয়াকা মিসয়াচনা’৷ যার অর্থ, কী সুন্দর জ্যোৎস্না রাত্রি!
এই ভিডিও তুমুল জনপ্রিয় হয়েছে সামাজিক মাধ্যমে৷ ট্যুইটারে ভিউজ ছাপিয়েছে ১.৩ মিলিয়ন৷ তরুণীর মূর্ছনায় আবিষ্ট এক নেটিজেন লিখেছেন, ‘এই সুর আমার চোখে জল এনে দিয়েছে৷’’ আর এক জন মনে করেন এই সুর আসলে মানুষের মানসিক শক্তির জয়গান৷ তরুণী বেহালাবাদকের প্রশংসা করে এক ইউক্রেনীয় লিখেছেন, ‘‘আমাদের প্রতিভাবান মানুষের মেরুদণ্ড কেউ ভেঙে দিতে পারবে না৷’’
advertisement
আরও পড়ুন : হাতে ফুলের তোড়া, সেনা উর্দির সঙ্গেই মাথায় ওড়না, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বিয়ে দুই সেনানীর
ইউক্রেনের উপর রুশ আক্রমণ পর্ব এই নিয়ে দু’ সপ্তাহ ছুঁতে চলল৷ এখনকার মতো বোমাবর্ষণ চলতেই থাকলে প্রায় ৫ মিলিয়ন ইউক্রেনীয় দেশান্তরী হবেন বলে মনে করেন ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষস্থানীয় এক কূটনীতিক৷
এখনও অবধি ১ মিলিয়নের বেশি ইউক্রেনবাসী পালিয়ে গিয়েছেন পড়শি দেশ পোল্যান্ডে৷ ৫০ হাজারের বেশি শরণার্থী পা রেখেছেন জার্মানিতে৷ তার মধ্যেও সুর ছেড়ে যায়নি ইউক্রেনীয়দের ৷ কিছু দিন আগে লাইসাইচানস্ক অঞ্চলে এক কিশোরী বাঁশিতে বাজিয়েছিলেন ইউক্রেনের জাতীয় সঙ্গীতের সুর৷ সেই ভিডিও-ও সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়েছিল৷
আরও পড়ুন : বাইরে অবিরাম বোমাবর্ষণ, জাগুয়ার এবং লেপার্ড-সন্তানকে নিয়ে বেসমেন্টের অন্ধকারে দিন কাটছে ভারতীয় চিকিৎসকের
হীরকরাজ্যে চারণকবি বলরাম বলেছিলেন, যত ক্ষণ জান, তত ক্ষণই গান৷ সে কথাই যেন বলছে রণধ্বস্ত ইউক্রেন৷