TRENDING:

Israel Palestine: ৬ বছরের বাচ্চাকে ২৬ বার এলোপাথাড়ি কোপ! গলা টিপে খুনের চেষ্টা মা-কেও, আরও ছড়াল হামাস-ইজরায়েল যুদ্ধের হিংসা

Last Updated:

হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বাচ্চাটির৷ তবে তার মা গুরুতর ভাবে আহত এবং রক্তাক্ত হলেও এই দফা তাঁকে প্রাণে বাণচিয়ে নেওয়া যাবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমেরিকা: ইজরায়েলে মৃত্যুমিছিল৷ যত্রতত্র পড়ে রক্তাক্ত দেহ৷ একের পর এক এয়ারস্ট্রাইক৷ হামলা-পাল্টা হামলায় ছিন্নভিন্ন একটা দেশ৷ সেই যুদ্ধের বিদ্বেষ এবার ইজরায়েল-প্যালেস্টাইন পেরিয়ে পৌঁছে গেল অন্য দেশেও৷ শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষের কারণে ৩২ বছরের বাড়ির ভাড়াটে মহিলা এবং তাঁর ৬ বছরের শিশুকে নৃশংস ভাবে কোপাল ৭১ বছরের এক বৃদ্ধ৷
advertisement

স্থানীয় পুলিশ-প্রশাসন সূত্রের খবর, গতকাল সন্ধে নাগাদ জোসেফ হঠাৎই ওই মহিলার ঘরের দরজায় টোকা দেন৷ মহিলা দরজা খুলতেই চড়াও হন তাঁর উপর৷ প্রথমেই মহিলার গলা টিপে ধরে ধর্মীয় বিদ্বেষমূলক কথা চিৎকার করে বলতে থাকেন ওই বৃদ্ধ৷ তার পরেই মহিলার বাচ্চার উপরে পরিত্যতক্ত ব্যাটারি নিয়ে চড়াও হয় সে৷

আরও পড়ুন: পুজোর আগে মাইনে বাড়ছে মন্ত্রীদের! তবে বিশেষ অধিবেশনে এখনও মেলেনি ছাড়পত্র, ফের সংঘাতে রাজভবন?

advertisement

এর মধ্যে কোনও রকমে ৯১১ নম্বরে ফোন করতে পেরেছিলেন ওই মহিলা৷ পুলিশ ফোন পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলেও, ততক্ষণে জোসেফ জুবা ৬ বছরের বাচ্চাটিকে ২৬ বার ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে দিয়েছে৷ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে সে৷

হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বাচ্চাটির৷ তবে তার মা গুরুতর ভাবে আহত এবং রক্তাক্ত হলেও এই দফা তাঁকে প্রাণে বাণচিয়ে নেওয়া যাবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷

advertisement

আরও পড়ুন: পুজোর মুখে নিম্নচাপ? যা ঘোরার এখনই ঘুরে নিন, নবমী থেকেই ভোল পাল্টাবে আবহাওয়া

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত সপ্তাহেই ইজরায়েল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্যালেস্টিনীয় জঙ্গিগোষ্ঠী হামাস৷ পাল্টা হামাস নিধনেও গাজা স্ট্রিপ আর ওয়েস্ট ব্যাঙ্কের মতো প্যালেস্টিনীয় অধ্যুষিত জায়গায় হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা৷ ইতিমধ্যেই এউ সংঘর্ষে ১৪০০ মানুষকে কুপিয়ে, গুলি করে, পুড়িয়ে খুন করা হয়েছে৷ গাজা স্ট্রিপে মৃতের সংখ্যা ২,৬৭০ ছাড়িয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Palestine: ৬ বছরের বাচ্চাকে ২৬ বার এলোপাথাড়ি কোপ! গলা টিপে খুনের চেষ্টা মা-কেও, আরও ছড়াল হামাস-ইজরায়েল যুদ্ধের হিংসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল