স্থানীয় পুলিশ-প্রশাসন সূত্রের খবর, গতকাল সন্ধে নাগাদ জোসেফ হঠাৎই ওই মহিলার ঘরের দরজায় টোকা দেন৷ মহিলা দরজা খুলতেই চড়াও হন তাঁর উপর৷ প্রথমেই মহিলার গলা টিপে ধরে ধর্মীয় বিদ্বেষমূলক কথা চিৎকার করে বলতে থাকেন ওই বৃদ্ধ৷ তার পরেই মহিলার বাচ্চার উপরে পরিত্যতক্ত ব্যাটারি নিয়ে চড়াও হয় সে৷
advertisement
এর মধ্যে কোনও রকমে ৯১১ নম্বরে ফোন করতে পেরেছিলেন ওই মহিলা৷ পুলিশ ফোন পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছলেও, ততক্ষণে জোসেফ জুবা ৬ বছরের বাচ্চাটিকে ২৬ বার ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে দিয়েছে৷ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে সে৷
হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বাচ্চাটির৷ তবে তার মা গুরুতর ভাবে আহত এবং রক্তাক্ত হলেও এই দফা তাঁকে প্রাণে বাণচিয়ে নেওয়া যাবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷
আরও পড়ুন: পুজোর মুখে নিম্নচাপ? যা ঘোরার এখনই ঘুরে নিন, নবমী থেকেই ভোল পাল্টাবে আবহাওয়া
গত সপ্তাহেই ইজরায়েল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্যালেস্টিনীয় জঙ্গিগোষ্ঠী হামাস৷ পাল্টা হামাস নিধনেও গাজা স্ট্রিপ আর ওয়েস্ট ব্যাঙ্কের মতো প্যালেস্টিনীয় অধ্যুষিত জায়গায় হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা৷ ইতিমধ্যেই এউ সংঘর্ষে ১৪০০ মানুষকে কুপিয়ে, গুলি করে, পুড়িয়ে খুন করা হয়েছে৷ গাজা স্ট্রিপে মৃতের সংখ্যা ২,৬৭০ ছাড়িয়েছে৷