Assembly Session: পুজোর আগে মাইনে বাড়ছে মন্ত্রীদের! তবে বিশেষ অধিবেশনে এখনও মেলেনি ছাড়পত্র, ফের সংঘাতে রাজভবন?

Last Updated:

গত অধিবেশনে ৭ সেপ্টেম্বর মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, মন্ত্রী-বিধায়কদের যে মাইনে বেড়েছে, তা বিল আকারে নিয়ে আসা হবে এই বিশেষ এক দিনেক অধিবেশনে। বেতন বাড়ার বিষয়টিকে আইনসিদ্ধ করতেই এই অধিবেশন ডাকা হয়েছে বলে সূত্রের খবর৷

কলকাতা: পুজোর আগে বেতন বেড়েছে মন্ত্রীদের৷ আর সেই বিষয়টি এবার আইনসিদ্ধ করতে বসতে চলেছে বিশেষ অধিবেশন৷ আগামিকাল, সোমবার দুপুর ১২ টায় একদিনের জন্য বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা৷ গত শুক্রবারই এই বিষয়ে জারি হয়েছিল বিজ্ঞপ্তি৷ কিন্তু, সূত্রের খবর, অধিবেশন শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে রবিবার দুপুর ১২টা পর্যন্ত রাজভবনের তরফে এ বিষয়ে কোনও ছাড়পত্র আসেনি। তবে কি ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের আশঙ্কা?
গত অধিবেশনে ৭ সেপ্টেম্বর মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, মন্ত্রী-বিধায়কদের যে মাইনে বেড়েছে, তা বিল আকারে নিয়ে আসা হবে এই বিশেষ এক দিনের অধিবেশনে। বেতন বাড়ার বিষয়টিকে আইনসিদ্ধ করতেই এই অধিবেশন ডাকা হয়েছে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন: পুজোর মুখে নিম্নচাপ? যা ঘোরার এখনই ঘুরে নিন, নবমী থেকেই ভোল পাল্টাবে আবহাওয়া
ঠিক কত টাকা বেড়েছে? মূলত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়ক– এই তিন স্তরে বেতন বৃদ্ধি করা হয়েছে এই দফায়। বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। তা বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এ ছাড়া, রাজ্যে যে পূর্ণমন্ত্রীরা আছেন, তাঁদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন।
advertisement
advertisement
পূর্ণ মন্ত্রীদের মোট বেতন ভাতা-সহ ছিল ১,১০,০০০ টাকা, তা বেড়ে হয়েছে ১,৫০,০০০ টাকা। প্রতিমন্ত্রীদের মোট বেতন ভাতা-সহ
ছিল ১,০৯,৯০০ টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৯,৯০০ টাকা। বিধায়কদের মোট বেতন ভাতা-সহ ছিল ৮১,০০০ টাকা, যা বেড়ে হয়েছে ১,২১,০০০ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly Session: পুজোর আগে মাইনে বাড়ছে মন্ত্রীদের! তবে বিশেষ অধিবেশনে এখনও মেলেনি ছাড়পত্র, ফের সংঘাতে রাজভবন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement