আরও পড়ুন: হাত ছাড়ছেন হার্দিক? গুজরাতে বিধানসভা ভোটের আগে ফের বড় ধাক্কার অপেক্ষায় কংগ্রেস
কঙ্কাল উদ্ধার করার পর স্থানীয় প্রশাসনে পুলিশ জানিয়েছে, এই ধরনের কোনও মামলার সত্যি উদঘাটন করা, এত বছর পর, খুব কঠিন। আমরা মনে করছি, যদি খরার প্রকোপ বাড়ে ও এই লেকের জলস্তর আরও কমে যায়, তা হলে এমন আরও অনেক নরককঙ্কার উদ্ধার হতে পারে। এ বারের আমেরিকার খরা পরিস্থিতিকে কার্যত ঐতিহাসিক বলা হচ্ছে। মন করা হচ্ছে, এ বারের খরা পরিস্থিতির কারণে একে বারে তলানিতে গিয়ে ঠেকেছে জলস্তর। জলাধার থেকে হ্রদ, সর্বত্র কমছে জলের পরিমাণ।
advertisement
আরও পড়ুন: খুদের সঙ্গে গানে তাল দিলেন মোদি, বার্লিনের ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী
যে হ্রদের থেকে এই নরকঙ্কাল উদ্ধার করা হয়েছে, সেটির নাম লেক মিড। এটি হুভার জলাধার তৈরি করার সময় সৃষ্টি হয়েছিল। এই হুভার জলাধারের উপর নির্ভর করেন আমেরিকার ২ কোটি ৫ লক্ষ মানুষ। সেই হ্রদেরই জলস্তর একেবারে তলানিতে এসে ঠেকেছে। জলস্তর এসে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ ফুটে, ১৯৩৭ সালের পর থেকে যে উচ্চতা সর্বনিম্ন। হ্রদের পরিচালকরা জানিয়েছেন, যে পাইপের মাধ্যমে শোধনাগারে জল যায়, সেই পাইপগুলি এখন দেখা যেতে শুরু করেছে, ফলে বলাই চলে, পরিস্থিতি উদ্বেগের।