আরও পড়ুন- ইউক্রেনের একটি বিমানবন্দরে ৮টি রুশ মিসাইলের হামলা ! ভয়াবহ দৃশ্যের ভিডিও ভাইরাল
“রুশ আক্রমণের শুরু থেকে ১০ মার্চ সকাল ১১ টা পর্যন্ত, ৭১ জন শিশু নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে,” একটি টেলিগ্রাম বার্তায় লিখেছেন সংসদের মানবাধিকার বিষয়ক মুখপাত্র লিউডমিলা ডেনিসোভা।
পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে রাশিয়ান সেনা এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতেরর মধ্যে পড়ে ইউক্রেনের দক্ষিণ-পূর্ব বন্দর মারিওপোলে এই হাসপাতালটি ক্ষতিগ্রস্ত (Death Toll in Ukraine) হয়েছে।
advertisement
সূত্রের খবর বোমা হামলায় ১৭ জন প্রাপ্তবয়স্কও আহত হয়েছেন। পশ্চিম জাইটোমির অঞ্চল মালিনে বিমান হামলায় সাতটি বাড়ি ধ্বংস হওয়ায় তিনজন শিশু এবং আরও দুইজন ব্যক্তি নিহত হয়েছেন। বিমান হামলায় শিশুদের মৃত্যুর এমন আরও বেশ কয়েকটি উদাহরণের (Death Toll in Ukraine) উল্লেখ করেন লিউডমিলা ডেনিসোভা।
আরও পড়ুন- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশিদেরও উদ্ধার, মোদিকে ধন্যবাদ শেখ হাসিনার
বুধবার রাতে, পূর্ব ইজিয়াম অঞ্চলের গ্রাম স্লোবোজানস্কে নিজেদের বাড়িতে বোমার আঘাতে দুই মহিলা এবং দুই শিশু নিহত (Death Toll in Ukraine) হয়েছে। ডেনিসোভা জানান, প্রাণে বেঁচেছে পাঁচ বছরের এক কন্যা। রাজধানী কিয়েভ থেকে কিছু দূর ইরপিনে ১০ বছর বয়সী এক কিশোরী গুরুতর আহত হয়েছে এবং অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।