অবশেষে শনিবার উদ্ধারের পর তাকে স্নান করিয়ে খাওয়ানো হয়েছে। এবং তাতে সে যেন নবজীবন পেয়েছে। যদিও মারণ কম্পনের পরও প্রাণের হাত ছাড়েনি সে। সোশ্যাল মিডিয়ায় তার হাসি মুখের ভিডিও শেয়ার করেছেন অনেকেই। তাকে নায়ক বলে সম্বোধন করা হয়েছে নেটপাড়ায়। স্নান করিয়ে মনপসন্দ খাবার পেয়ে বেশ উজ্জীবিত হয়েছে ছোট্ট প্রাণ। ভিডিওতে তা-ও স্পষ্ট।
advertisement
আরও পড়ুন: 'রাখে হরি, মারে কে', ধ্বংসস্তূপের নীচে বেঁচে ১২৮ ঘণ্টা, তুরস্কে মিলল রহস্যময় শিশু! তোলপাড় বিশ্ব
এখনও পর্যন্ত অন্তত ৩০ হাজার মানুষের মৃত্যু ও প্রায় ৬ হাজার বহুতল ভেঙে গিয়েছে। একের পর এক ভূমিকম্পের ফলে তুরস্কের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেখানকার ছবি ও ভিডিও দেখলে শিউরে উঠছেন বিশ্ববাসী। গত সোমবার রিখটার স্কেলে ৭.৮ কম্পনমাত্রায় কেঁপে উঠেছিল তুরস্ক। তার পর একাধিক বার আফটার শক। ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক দেহ উদ্ধার চলছে গত কয়েকদিন ধরে। তারই মধ্যে কখনও মিলছে প্রাণের স্পন্দন।
আরও পড়ুন: গ্রুপ ডি-তে সদ্য চাকরি-হারা ১৯১১ জন, ওয়েটিং লিস্টের ১৪৪৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন
সোমবার ভোররাতে বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ প্রদেশ। কম্পনের কেন্দ্র ছিল দক্ষিণ পূর্ব তুরস্কের কাহরামানমারাস প্রদেশের পাজারকিক জেলায়। প্রথম কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭.৮। তার পরেই আফটার শকে ৭.৭ মাত্রায় কেঁপে ওঠে তুরস্ক। তুরস্কের ডিজাস্ট্যার ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছে ৬ হাজারের বেশি বহুতল গুঁড়িয়ে গিয়েছে। আশঙ্কা, মত্যু হয়েছে ৫০ হাজার মানুষের। হিমশীতল আবহাওয়ায় বিঘ্নিত হচ্ছে উদ্ধারপর্ব। বিপর্যস্ত তুরস্কের পাশে প্রথম থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।