TRENDING:

Milan Kundera Passes Away : প্রয়াত মিলান কুন্দেরা, ইতিহাস হয়ে রইল চেক লেখকের আখ্যানভঙ্গি, ৯৪-এ জীবনাবসান পাঠকমনের জাদুকরের

Last Updated:

Milan Kundera Passes Away : প্রচারবিমুখ এই সাহিত্যিক মনে করতেন, লেখকদের সাক্ষাৎকার দিতে নেই। তাঁদের কথা প্রস্ফুটিত হবে তাঁদেরই কলমে। মিলান কুন্দেরা তাঁর আখ্যানের ভাষা, ভঙ্গি দিয়ে পাঠকমন নিয়ে খেলা করতে ভালবাসতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্যারিস: প্রয়াত বিশ্বখ্যাত লেখক মিলান কুন্দেরা। ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অফ বিইয়িং’-এর লেখক গতকাল, মঙ্গলবার প্যারিসে শেষ নিশ্বাস ত্যাগ করেন। চেক ও ফরাসি ভাষায় মূলত লিখেছেন মিলান কুন্দেরা। তাঁর লেখা চল্লিশের বেশি ভাষায় অনূদিত হয়েছে সারা পৃথিবীতে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন মিলান কুন্দেরা।
প্রয়াত লেখক মিলান কুন্দেরা
প্রয়াত লেখক মিলান কুন্দেরা
advertisement

বিংশ শতাব্দীর অন্যতম কালজয়ী লেখক ১৯২৯ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন চেকস্লাভাকিয়ার ব্রানোতে। কিন্তু ১৯৭৫ সালে ফ্রান্সে চলে যান তিনি। দেশের সরকারের সঙ্গে মতানৈক্যের জন্য তিনি দেশ ত্যাগ করেন। গত প্রায় চল্লিশ বছর ধরে তিনি ফ্রান্সে বাস করছেন। একাধিকবার নোবেল পুরস্কারের জন্য তালিকায় নাম উঠলেও কখনও এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হয়নি। তা নিয়ে লেখকের অনুরাগীদের মনে অভিমান জমা হয়েছে দীর্ঘদিন ধরে।

advertisement

আরও পড়ুন: কুড়িতে কুড়ি! বিরোধীশূন্য ৮! জেলা পরিষদে সবুজ সুনামি, গ্রাম বাংলায় দাপট ধরে রাখল তৃণমূল

আরও পড়ুন: জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটে নিরঙ্কুশ তৃণমূল! প্রতি নির্বাচনেই কমছে বিরোধীদের ভোট

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রচারবিমুখ এই সাহিত্যিক মনে করতেন, লেখকদের সাক্ষাৎকার দিতে নেই। তাঁদের কথা প্রস্ফুটিত হবে তাঁদেরই কলমে। মিলান কুন্দেরা তাঁর আখ্যানের ভাষা, ভঙ্গি দিয়ে পাঠকমন নিয়ে খেলা করতে ভালবাসতেন। পাঠক যেন বাধ্য হয়েই তাঁর গল্প বলার ধরনের সঙ্গে নিজের কল্পনাশক্তি দিয়ে নিরীক্ষণের পথে হাঁটতে শুরু করে। মিলান কুন্দেরা মনে করতেন, পাঠকের কল্পনাই লেখককে সম্পূর্ণ করে। লেখক লিখবেন, আখ্যান তৈরি করবেন, চরিত্রগুলিকে বুনবেন, কিন্তু বাকি কাজ কেবলই পাঠকের।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Milan Kundera Passes Away : প্রয়াত মিলান কুন্দেরা, ইতিহাস হয়ে রইল চেক লেখকের আখ্যানভঙ্গি, ৯৪-এ জীবনাবসান পাঠকমনের জাদুকরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল