Panchayat Election Results 2023: কুড়িতে কুড়ি! বিরোধীশূন্য ৮! জেলা পরিষদে সবুজ সুনামি, গ্রাম বাংলায় দাপট ধরে রাখল তৃণমূল

Last Updated:

TMC Wins Panchayat Election 2023: তৃণমূলের ঝোড়ো ব্যাটিং জেলা পরিষদে! চমকে দেওয়া ফলাফল! গ্রাম দখলের ঘোষণা সময়ের অপেক্ষা...

তৃণমূলের দখলে গ্রাম বাংলা!
তৃণমূলের দখলে গ্রাম বাংলা!
কলকাতা: নির্বাচনে সুইপ তৃণমূলের! গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির পরে জেলা পরিষদেও জয়যাত্রা অব্যাহত শাসকদল তৃণমূলের। চমকে দেওয়া ফল উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম। বিরোধীদের চিন্তা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝোড়ো ইনিংসের সামনে বাংলায় ফের একবার মুখ থুবড়ে পড়ল প্রধান বিরোধীদল বিজেপি থেকে শুরু করে নয়া চ্যালেঞ্জের দাবিদার বাম-কংগ্রেস জোট।
নির্বাচনে ক্লিন সুইপ তৃণমূলের! জেলা পরিষদের ফল প্রকাশ্যে আসতেই দেখা গেল একের পর এক জেলা পরিষদে ঘাসফুল ঝড়। কোথাও কোথাও দাঁত ফোটাতেও পারেনি বিরোধীরা। রাজ্যের আট আটটি জেলা পরিষদ বিরোধীশূন্য।
রাজ্যের ১৩ জেলায় শূন্য বিজেপি। উত্তরবঙ্গের ৪ জেলায় শূন্য বিজেপি। দক্ষিণবঙ্গের ৯ জেলায় খাতাই খুলতে পারেনি গেরুয়া শিবির। লোকসভায় ভাল ফলের পরেও বিধানসভা ও বর্তমান পঞ্চায়েত নির্বাচনে এসে কার্যত মুখ থুবড়ে পড়েছে প্রধান বিরোধী দল।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২৪ এর লোকসভা নির্বাচন দোরগোড়ায়। আর তারই মধ্যে বাংলার পঞ্চায়েতের ফলাফল। শাসকদলের তুমুল জয় নিঃসন্দেহে উদ্বেগ বাড়াবে কেন্দ্রের বিজেপি সরকারের। বিশেষ করে বিজেপিকে চিন্তায় ফেলে দিল উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও মতুয়া ঠাকুরনগর। উত্তর থেকে সাতটি আসন গত লোকসভা ভোটে পেয়েছিল গেরুয়া শিবির। একুশের বিধানসভা ভোটে খানিকটা ধাক্কা খেলেও গড় পুরোপুরি ভেঙে পড়েনি। কিন্তু পঞ্চায়েতের ফল প্রকাশ্যে আসতেই দেখা গেল ভরাডুবি দশা। অন্যদিকে এই জয় নিঃসন্দেহে অক্সিজেন যোগাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election Results 2023: কুড়িতে কুড়ি! বিরোধীশূন্য ৮! জেলা পরিষদে সবুজ সুনামি, গ্রাম বাংলায় দাপট ধরে রাখল তৃণমূল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement