TRENDING:

Thailand Cambodia Clash Update: ১৬ জনের মৃত্যু, থাইল্যান্ড-কম্বোডিয়া তুমুল সংঘর্ষ! ব্যাঙ্কক, ফুকেটে বেড়াতে যাওয়া কি নিরাপদ?

Last Updated:

এখনও পর্যন্ত থ্যাইল্যান্ড অথবা কম্বোডিয়া- কোনও দেশই পর্যটকদের জন্য কোনও সতর্কবার্তা জারি করেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে ইতিমধ্যেই দু দেশের ১৬ জনের মৃত্যু হয়েছে৷ গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার মানুষ৷ কয়েকটি হিন্দু মন্দিরকে কেন্দ্র করে দীর্ঘ কয়েক দশকের পুরনো বিবাদের জেরেই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছে বলে খবর৷
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে পর্যটকদের মধ্যে উদ্বেগ৷
থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে পর্যটকদের মধ্যে উদ্বেগ৷
advertisement

গোটা দেশের মতোই প্রতিবছর ভারত থেকেও বিপুল সংখ্যক পর্যটক থাইল্যান্ডে বেড়াতে যান৷ কম্বোডিয়াও পর্যটন নির্ভর একটি দেশ৷ দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে থাইল্যান্ড বা কম্বোডিয়ায় কি এখন যাওয়া নিরাপদ?

এখনও পর্যন্ত থ্যাইল্যান্ড অথবা কম্বোডিয়া- কোনও দেশই পর্যটকদের জন্য কোনও সতর্কবার্তা জারি করেনি৷ থাইল্যান্ডে সাধারণত ব্যাঙ্কক, ফুকেট, চিয়াং মাই, সিয়েম রিপ এবং নম ফে-র মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে যান পর্যটকরা৷ যে এলাকাগুলিতে উত্তেজনা ছড়িয়েছে, এই জনপ্রিয় পর্যটনগুলির প্রত্যেকটিই সেখান থেকে বহু দূরে৷ তবে স্থানীয়দের দুই দেশের মধ্যে যাতায়াত বন্ধ রাখতে বলা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যদিকে ব্যাঙ্ককের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যে ভারতীয়রা এই মুহূর্তে থাইল্যান্ডে রয়েছেন, তাঁরা যেন সরকারি নির্দেশ এবং পরামর্শই মেনে চলেন৷ থাইল্যান্ডের সরকারি মুখপত্রের পক্ষ থেকেও সাতটি প্রদেশে না যাওয়ার জন্য পর্যটকদের পরামর্শ দেওয়া হয়েছে৷ তার মধ্যে রয়েছে উবন রাতছাতানি, সুরিন, সিসাকেট, বুরিরাম, সা কায়েও, ছানতাবুরি এবং ত্রাত৷ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চিন, ইজরায়েলের মতো দেশগুলিও থাইল্যান্ড এবং কম্বোডিয়ার পরিস্থিতি নিয়ে বনিজেদের নাগরিকদের সতর্ক করেছে৷ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্ত এলাকাগুলিতে না যাওয়ার জন্যও নাগরিকদের পরামর্শ দিয়েছে এই দেশগুলি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Thailand Cambodia Clash Update: ১৬ জনের মৃত্যু, থাইল্যান্ড-কম্বোডিয়া তুমুল সংঘর্ষ! ব্যাঙ্কক, ফুকেটে বেড়াতে যাওয়া কি নিরাপদ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল