TRENDING:

মৃত্যুদণ্ডপ্রাপ্তকে গুলি! তালিবানী শাসনে বাবাকে দিয়ে ছেলের সাজা দেওয়ালো সরকার

Last Updated:

বলা হয়েছে, হেরাত প্রদেশের বাসিন্দা তাজমির নামে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাবুল: তালিবানি শাসনের অদ্ভুত পরিণতি! এ বার তালিবানি শাসকরা প্রথম মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হল৷ এবার এক খুনের আসামীকে মৃত্যুদণ্ড দেওয়া হল আফগানিস্তানের তালিবান শাসকরা৷ ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছিল তালিবান৷ তাদের শাসনে এটিই প্রথম প্রকাশ্যে মৃত্যুদণ্ড৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বলা হয়েছে, হেরাত প্রদেশের বাসিন্দা তাজমির নামে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷ তাঁর বিরুদ্ধে পাঁচজনকে হত্যার অভিযোগ ছিল৷ সে হত্যা করে মোবাইল ফোন ও মূল্যবান বেশ কয়েকটি জিনিস চুরিও করে৷ সব মিলিয়ে পুরো অভিযোগের ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে৷ আফগানিস্তানের ফারাহ প্রদেশে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ এটিই তালিবানের শাসনকালে প্রথম মৃত্যুদণ্ড৷

advertisement

আরও পড়ুন: গুজরাতে পদ্মরাজ লাগাতার ৭ বার! ১২ ডিসেম্বর শপথ ভূপেন্দ্রর, থাকবেন মোদি-শাহ

আরও পড়ুন: ভোটগণনায় এগিয়ে জাদেজা-পত্নী, উৎসব শুরু পদ্মশিবিরে

যাবিউল্লাহ মুজাহিদ একটি বিবৃতি জারি করে বলেছেন, ‘‘স্থানীয় প্রশাসনকে এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রকাশ্যে, অর্থাৎ জন সমাবেশে এই শাস্তি দিতে বলা হয়েছে৷’’ তার পরে একটি আলাদা ট্যুইটে বলা হয়েছে, এই অপরাধীর বাবা একটি কালাশনিকভ থেকে তিনটি গুলি ছুড়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এর আগেও যে ইতিহাস দেখা গিয়েছে, তাতে তালিবান ক্রমাগত, প্রকাশ্যে বিভিন্ন অপরাধীকে কঠোর শাস্তি দেওয়ার প্রথা শুরু করেছে৷ এর আগে ২০০১ সাল নাগাদ মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কাবুলের জাতীয় স্টেডিয়ামেও লোকজড় করার প্রথা চালু করেছিল তৎকালীন তালিবান শাসকরা৷ সে দেশের মানবাধিক কর্মী সংবাদমাধ্যমে বলেছেন, তালিবানরা রীতিমতো ঘোষণা করে লোক জড়ো করে মৃত্যুদণ্ড কার্যকর করত৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
মৃত্যুদণ্ডপ্রাপ্তকে গুলি! তালিবানী শাসনে বাবাকে দিয়ে ছেলের সাজা দেওয়ালো সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল