TRENDING:

Salman Rushdie’s attacker Hadi Matar : বয়স মাত্র ২৪ বছর, সলমন রুশদির আক্রমণকারী সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ তথ্য এখন তদন্তকারীদের হাতে

Last Updated:

Salman Rushdie’s attacker Hadi Matar : পুলিশ চিহ্নিত করেছে ২৪ বছর বয়সি আক্রমণকারী হাদি মাটার নিউ জার্সির ফেয়ারভিউ-এর বাসিন্দা ৷ ঘটনাস্থলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ ইয়র্ক : পশ্চিম নিউ ইয়র্কের শুটোকোয়া ইনস্টিটিউটে তাঁকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানেই ছুরিকাহত প্রবীণ সাহিত্যিক সলমন রুশদি ৷ ঠিক ছিল ‘আমেরিকায় শরণার্থী লেখকেরা’ বিষয়ের উপর প্রখ্যাত সাহিত্যিকের সঙ্গে কথা বলবেন সঞ্চালক হেনরি রিস ৷ আলোচনা হওয়ার কথা ছিল আগামী বছর রুশদির প্রকাশিতব্য উপন্যাস ‘ভিক্ট্রি সিটি’ নিয়েও ৷ কিন্তু সে সব অধরাই থেকে গেল ৷ আক্রমণকারী হাদি মাটারের ছুরির আঘাতে রক্তের সাগরে লুটিয়ে পড়লন সাহিত্যিক ৷
পুলিশ চিহ্নিত করেছে ২৪ বছর বয়সি আক্রমণকারী হাদি মাটার নিউ জার্সির ফেয়ারভিউ-এর বাসিন্দা
পুলিশ চিহ্নিত করেছে ২৪ বছর বয়সি আক্রমণকারী হাদি মাটার নিউ জার্সির ফেয়ারভিউ-এর বাসিন্দা
advertisement

পুলিশ চিহ্নিত করেছে ২৪ বছর বয়সি আক্রমণকারী হাদি মাটার নিউ জার্সির ফেয়ারভিউ-এর বাসিন্দা ৷ ঘটনাস্থলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ আক্রমণের কারণ এখনও জানা যায়নি ৷ তবে অনুমান করা হচ্ছে তাঁর সঙ্গে ইরানিয়ান যোগসূত্র আছে ৷ প্রসঙ্গত আটের দশকের শেষ দিকে রুশদির উপর ফতোয়া বা মৃত্যু পরোয়ানা জারি করেন ইরানের আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি ৷ বিতর্কের কেন্দ্রে ছিল রুশদির লেখা ‘দ্য সেটানিক ভার্সেস৷’ তবে তার এক দশক পর তেহরানের তরফে জানানো হয় লেখকের উপর থেকে ফতোয়া প্রত্যাহার করা হচ্ছে৷ তবে তার পরও রুশদির উপর ফতোয়া ঘিরে ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করেছে ইরান৷

advertisement

এই ঘটনাপ্রবাহের এক দশক পর জন্ম হাদি মাটারের৷ এখনও পর্যন্ত তদন্তে উঠে এসেছে, তাঁর জন্ম ক্যালিফোর্নিয়ায় ৷ তবে সম্প্রতি নিউ জার্সিতে এসে থাকতে শুরু করেছেন৷ শুক্রবার সন্ধ্যায় এফবিআই এজেন্টদের তাঁর বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে৷ একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নিজের নামে ড্রাইভিং লাইসেন্স পেতেও কারচুপি করেছেন হাদি মাটার৷

advertisement

আক্রমণের মোটিভ বা কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ৷ স্টেট পুলিশের তরফে ইউজিন স্ট্যানিসজেউস্কি জানিয়েছেন, তাঁরা মাটারের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের উপর নজর রেখেছেন৷ তাঁদের ধারণা, ইরানের বিভিন্ন সংগঠনের সঙ্গে এই তরুণ সহমর্মী৷ তবে কোনও সরাসরি সংযোগ এখনও তদন্তকারীদের হাতে আসেনি ৷

আরও পড়ুন : সিবিআই আধিকারিকদের কাছে চাইলেন মুড়ি, মেয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন অনুব্রত

advertisement

প্রত্যক্ষদর্শী ক্যাথলিন জোন্স জানিয়েছন আক্রমণকারীর পরনে ছিল কালো পোশাক৷ মুখ ঢাকা ছিল কালো মাস্কে৷ প্রথমে তিনি ভেবেছিলেন বিতর্কিত লেখককে ঘিরে কোনও চমক তৈরি হয়েছে হয়তো৷ ভুল ভাঙে মুহূর্তের মধ্যে৷

আরও পড়ুন : উচ্চতায় টেক্কা আইফেল টাওয়ারকেও! ভূস্বর্গে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে চেনাব রেলসেতু

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সংবাদ সংস্থা সূত্রে খবর, আততায়ীর আঘাতে গুরুতর আহত হয়েছেন রুশদি৷ হেলিকপ্টারে উড়িয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে নিউইয়র্কের এক হাসপাতালে৷ তাঁকে একটি চোখ হারাতে হতে পারে বলে জানা গিয়েছে৷ ছুরির আঘাতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাহুর স্নায়ু৷ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছ সত্তরোর্ধ্ব সাহিত্যিকের যকৃৎও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Salman Rushdie’s attacker Hadi Matar : বয়স মাত্র ২৪ বছর, সলমন রুশদির আক্রমণকারী সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ তথ্য এখন তদন্তকারীদের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল