TRENDING:

'২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফিরুন", ট্রাম্পের H-1B ভিসানীতির মাঝেই কর্মীদের বড় নির্দেশ মাইক্রোসফট, মেটার

Last Updated:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই আবহেই এবার এক নতুন আবেদন করল মাইক্রোসফট, মেটা-সহ একাধিক আন্তর্জাতিক মার্কিন সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন ডিসি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই আবহেই এবার এক নতুন আবেদন করল মাইক্রোসফট, মেটা-সহ একাধিক আন্তর্জাতিক মার্কিন সংস্থা।
কী নির্দেশ এল মাইক্রোসফট এবং মেটার তরফ থেকে?
কী নির্দেশ এল মাইক্রোসফট এবং মেটার তরফ থেকে?
advertisement

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাদের H-1B ভিসা রয়েছে তাঁরা যথা শীঘ্র সম্ভব আমেরিকায় ফিরে আসুন। দেশে ফিরে ১৪ দিন থাকার কথা জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই নতুন করে অভিবাসীদের উপর নতুন করে নানান নিয়ম কানুন চাপিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকেই আমেরিকায় থাকা নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় আছেন H-1B ভিসা নিয়ে থাকা অভিবাসীরা।

advertisement

সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই আমেরিকার বাইরের বিভিন্ন কর্মীদের ই-মেল মারফত আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফিরে আসার কথা জানানো হয়েছে। কারণ ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে দেশে ঢুকতে সমস্যার সম্মুখীন হতে পারেন অভিবাসীরা। ই মেলে অদূর ভবিষ্যেতর কথা চিন্তা না করে আপাতত ভাবে নিয়ম যথাযোগ্য ভাবে পালন করার কথা বলা হয়েছে।

advertisement

আরও পড়ুন: ট্রাম্প হাড়ে হাড়ে বুঝে গেছে…‘ভারত-চিনকে হুমকি দিয়ে লাভ নেই’! জানেন কী বলল রাশিয়া?

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে এইচ-১বি ভিসা এবং এইচ৪ স্ট্যাটাস যাদের রয়েছে তাঁদের অন্তত পক্ষে দুই সপ্তাহ আমেরিকায় থাকতে। তাই যারা দেশের বাইরে আছেন তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে ওই কোম্পানির পক্ষ থেকে।

advertisement

অন্যদিকে, মাইক্রোসফটের পক্ষ থেকেও জানানো হয়, দেশের বাইরে যারা আছেন তাঁরা যাতে দ্রুত ফিরে আসেন এবং আপাতত দেশেই থাকেন।

আরও পড়ুন: ‘শুধু কাঠমান্ডুতেই নয়, সারা দেশে…’, Zen Z বিক্ষোভে ধ্বংসের মূল্যায়ন শুরু হতেই চোখ কপালে

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

H-1B ভিসা মূলত আমেরিকার তথ্য-প্রযুক্তি কর্মীদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টেক প্রোগ্রাম ম্যানেজার এবং আইটি প্রফেশনালদের দেওয়া হয়। এই ভিসার মেয়াদ তিন বছরের হয়, বাড়িয়ে আরও তিন বছর করা যায়। কিন্তু, গত শুক্রবার সেই মেয়াদ বাড়ানাোর বার্ষিক ফি ১ লক্ষ ডলার করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর থেকেই শুরু হয় বিতর্ক।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
'২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফিরুন", ট্রাম্পের H-1B ভিসানীতির মাঝেই কর্মীদের বড় নির্দেশ মাইক্রোসফট, মেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল