Russia China India Relation: ট্রাম্প হাড়ে হাড়ে বুঝে গেছে...‘ভারত-চিনকে হুমকি দিয়ে লাভ নেই’! রাশিয়ার মন্ত্রীর মন্তব্যে স্পষ্ট নতুন সমীকরণ

Last Updated:

রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনাকে কারণ দেখিয়ে ভারতীয় দ্রব্যের উপরে ২৫ শতাংশ কর চাপিয়েছিলেন ট্রাম্প৷ দাবি করেছিল, এই ভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে টাকা জোগাচ্ছে ভারত৷ যদিও এরপরে ধীরে ধীরে দু’দেশের মধ্যে বরফ গলছে বলে মনে করা হচ্ছে৷

News18
News18
মস্কো: ট্রাম্পের এবং তার ইউরোপীয় ইউনিয়নের গাটছড়ার মাঝে ধীরে ধীরে স্পষ্ট করা হচ্ছে এশীয় দেশগুলির ঐক্যের বার্তা৷ অন্তত, ট্রাম্পের ট্যারিফের প্রেক্ষাপটে সাম্প্রতিক ইতিহাসে, যেভাবে রাশিয়া, চিন, ভারত পরস্পরের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াচ্ছে তাতে বিশ্ব রাজনীতিতে অন্য অঙ্ক তৈরি হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা৷ সম্প্রতি আবারও ভারত এবং চিনের পাশে দাঁড়িয়ে উল্লেখ যোগ্য বার্তা দিলেন রাশির মন্ত্রী৷
বৃহস্পতিবার রাশিয়ার টেলিভিশনের একটি অনুষ্ঠানে রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, ‘‘চিন এবং ভারত প্রাচীন সভ্যতা৷ তাদেরকে বলা, ‘নয় এটা বন্ধ করুন, তা নাহলে কর চাপাব’ এভাবে কাজ করা যায় না৷ আর বর্তমানে নয়াদিল্লি এবং ওয়াশিংটন এবং বেজিং ও ওয়াশিংটনের মধ্যে যে কথাবার্তা হচ্ছে, তাতে মনে হচ্ছে, আমেরিকাও খুব ভালভাবেই সেটা বুঝছে৷’’
advertisement
advertisement
রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনাকে কারণ দেখিয়ে ভারতীয় দ্রব্যের উপরে ২৫ শতাংশ কর চাপিয়েছিলেন ট্রাম্প৷ দাবি করেছিল, এই ভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে টাকা জোগাচ্ছে ভারত৷ যদিও এরপরে ধীরে ধীরে দু’দেশের মধ্যে বরফ গলছে বলে মনে করা হচ্ছে৷
advertisement
একটানা টানাপড়েনের পরে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রশাসন ট্যারিফ নিয়ে অবশেষে সুর নরম করেছে৷ সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে এক যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমি ভারতের খুব কাছের, আমি ভারতের প্রধানমন্ত্রীর খুব কাছে৷ আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia China India Relation: ট্রাম্প হাড়ে হাড়ে বুঝে গেছে...‘ভারত-চিনকে হুমকি দিয়ে লাভ নেই’! রাশিয়ার মন্ত্রীর মন্তব্যে স্পষ্ট নতুন সমীকরণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement