Rahul Gandhi Gen Z: নেপাল হ্যাংওভার! রাহুল গান্ধির Gen Z শব্দের প্রয়োগ...‘ভোট চুরি’র পরে আরেক বোমা! পাল্টা বিস্ফোরক বিজেপি-ও

Last Updated:

রাহুলের এদিনের পোস্টের বিরুদ্ধে বিজেপির নিশিকান্ত দুবে পাল্টা লেখেন, ‘Gen Z পরিবারতন্ত্রের বিরোধিতা করে, Gen Z কেন নেহরু জি, ইন্দিরা জি, রাজীব জি সনিয়া জির পরে রাহুল জিকে সহ্য করবে?’

News18
News18
নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির ‘ভোটচুরি’ ক্যাম্পেনের দ্বিতীয় দফার অভিযোগ যুক্তি, পাল্টা যুক্তি ঘিরে রীতিমতো জমে উঠেছে কেন্দ্রীয় রাজনীতি৷ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া X-এ এমন শব্দবন্ধ ব্যবহার করলেন রাহুল, যা ঘিরে তৈরি হয়েছে ঘোরতর বিতর্ক৷ পাল্টা জোড়াল জবাব এসেছে শাসকদল বিজেপির কাছ থেকে৷
বৃহস্পতিবার রাহুল গান্ধি তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দেশের যুব, দেশের ছাত্রছাত্রী, দেশের Gen Z, সংবিধানকে বাঁচাবে, লোকতন্ত্রকে রক্ষা করবে আর ভোটচুরি বন্ধ করবে৷ আমি ওঁদের পাশে সবসময় রয়েছি৷ জয় হিন্দ৷’
এই পোস্টের ‘Gen Z’ শব্দবন্ধটাই তৈরি করেছে মূল বিতর্ক৷ সম্প্রতি পড়শি দেশ নেপালে Gen Z-র বিক্ষোভে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সে দেশের সরকার৷ এসেছে Gen Z-র পছন্দের অন্তর্বর্তী সরকার৷ বাংলাদেশেও যুব বিক্ষোভের গদি হারাতে হয়েছিল শেখ হাসিনাকে৷ বিজেপির দাবি, সেই কথা টেনেই আসলে ‘উস্কানি’ দিতে চাইছেন রাহুল৷
advertisement
advertisement
advertisement
রাহুলের এদিনের পোস্টের বিরুদ্ধে বিজেপির নিশিকান্ত দুবে পাল্টা লেখেন, ‘Gen Z পরিবারতন্ত্রের বিরোধিতা করে, Gen Z কেন নেহরু জি, ইন্দিরা জি, রাজীব জি সনিয়া জির পরে রাহুল জিকে সহ্য করবে?’
নিশিকান্ত লেখেন, ‘ Gen Z দুর্নীতি বিরোধী৷ তারা তোমাদের কেন তাড়াবে না৷’ তিনি লেখেন, ‘Gen Z বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র, নেপালকে হিন্দু রাষ্ট্র করেছে, ওরা ভারতকে হিন্দু রাষ্ট্র করবে না কেন? ওরা আসছে বলে, দেশ ছাড়ার জন্য তৈরি হও৷’’
advertisement
ভোট চুরির অভিযোগ আনার প্রথম দফার পরে সম্প্রতি বেঙ্গালুরুতে দ্বিতীয় দফা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন রাহুল৷ কংগ্রেস যাতকে অভিহিত করছে, ‘হাইড্রোজেন বোমা’ বলে৷
রাহুলের দ্বিতীয় অভিযোগ, সফটওয়্যার ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা হচ্ছে। তাঁর দাবি, টার্গেটেড ভাবে কংগ্রেস এবং বিরোধীদের সমর্থক, গরিব ও দলিত ভোটারের নামই বেশি বাদ পড়ছে। অথচ, যাঁর নাম বাদ যাচ্ছে এবং যিনি নাম বাদ দিচ্ছেন তাঁদের কেউই জানেন না সে ব্যাপারে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Gen Z: নেপাল হ্যাংওভার! রাহুল গান্ধির Gen Z শব্দের প্রয়োগ...‘ভোট চুরি’র পরে আরেক বোমা! পাল্টা বিস্ফোরক বিজেপি-ও
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement