Nepal Zen Z Protest: 'শুধু কাঠমান্ডুতেই নয়, সারা দেশে...', Zen Z বিক্ষোভে ধ্বংসের আর্থিক মূল্যায়ন শুরু করতেই চোখ কপালে নেপালের
- Published by:Raima Chakraborty
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Nepal Zen Z Protest: সরকারি সম্পত্তির পাশাপাশি পুড়ে ছাই একাধিক বেসরকারি সংস্থার অফিসও। নেপালের বড় ক্ষতি হয়েছে বিক্ষোভের জেরে।
কাঠমানডু: গত সপ্তাহে Zen Z-এর বিক্ষোভে শত শত সরকারি ও বেসরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে যাওয়ায়, অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই একটি পুনর্গঠন অভিযান শুরু করবে বলে নেপাল প্রশাসনের শীর্ষ স্তর থেকে জানানো হয়েছে। বর্তমানে, বিভিন্ন সরকারি সংস্থা বিক্ষোভের সময় ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত সম্পত্তির তথ্য সংগ্রহ করছে তারা, যাতে তা শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করা যায়।
সংসদ ভবন পরিদর্শনের পর জ্বালানি ও পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী কুলমান ঘিসিং বলেন, ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের জন্য একটি জাতীয় সচেতনতা প্রচার শুরু করার পরিকল্পনা রয়েছে। গত সপ্তাহের বিক্ষোভের সময় ক্ষুব্ধ জনতা সংসদ ভবন ধ্বংস করে দেয়। রাষ্ট্রপতির কার্যালয়, সিংহ দরবার, সংসদ কমপ্লেক্স, সুপ্রিম কোর্ট, কর্তৃত্বের অপব্যবহার তদন্ত কমিশন এবং পুলিশ ইউনিট-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন বিক্ষোভকারীরা ধ্বংস ও পুড়িয়ে দেয়।
advertisement
কাঠমান্ডুর বাইরেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় শত শত সরকারি ও বেসরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘিসিং বলেন, সরকার দেশে এবং বিদেশে সকল নেপালি নাগরিককে জাতীয় পুনরুদ্ধারে অবদান রাখার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। যদি তা যথেষ্ট না হয়, তাহলে সরকার অতিরিক্ত ব্যবস্থা করবে, তিনি আরও বলেন।
advertisement
আরও পড়ুন: কলকাতা থেকে ভোটে লড়া প্রাক্তন বিশ্বসুন্দরী, স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে লড়ছেন! ফের শুরু কেমোথেরাপি
“ক্ষতি ব্যাপক– শুধু কাঠমান্ডুতেই নয়, সারা দেশে। সেই ক্ষতির মূল্যায়ন চলছে এবং [একটি প্রতিবেদন] শীঘ্রই পাওয়া যাবে,” তিনি আরও বলেন, “সরকার ক্ষতিগ্রস্ত কাঠামো পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের প্রক্রিয়াও শুরু করেছে।” ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে এক মত বিনিময়কালে, অর্থমন্ত্রী রমেশ্বর খানাল বলেন যে তিনি বেসরকারি ক্ষেত্রের সমস্যাগুলি সম্পর্কে ভালভাবে অবগত এবং সরকার বেসরকারি খাতের অভিযোগগুলি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করবে।”
advertisement
খানাল জানান যে, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই যে ক্ষতি হয়েছে তার পুনর্নির্মাণের জন্য একটি তহবিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। যেহেতু শিল্পপতি এবং ব্যবসায়ীদের সমস্যাও সরকারের সমস্যা, তাই মন্ত্রণালয়ের মতে, এই সমস্যাগুলি সমাধানের জন্য একটি “সমন্বিত ব্যবসায়িক পুনরুদ্ধার পরিকল্পনা” চালু করা হবে। তিনি আরও বলেন যে সরকার কর এবং আর্থিক নীতির মাধ্যমে ত্রাণ প্রদানের বিষয়ে ইতিবাচক। এছাড়াও, সকল সরকারি কর্মচারীদের এমনভাবে পরিষেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে আগামী দিনে বেসরকারি খাত এবং নাগরিকরা সরকারি পরিষেবার মান বৃদ্ধির মাধ্যমে সরকারের উপস্থিতি অনুভব করতে পারেন।
advertisement
আরও পড়ুন: ‘কুমাতা কদাপি নয়…’ মিথ্যে হয়ে গেল প্রবাদ! প্রেমিকের জন্য নিজের একরত্তি মেয়ের সঙ্গে যা করলেন মা, শুনে সকলেই বলছে, ‘ছিঃ’!
মুখ্যসচিব এক নারায়ণ আরিয়ালের নেতৃত্বে সরকারি সচিবদের এক বৈঠকে ক্ষতিগ্রস্ত পরিকাঠামো, যন্ত্রপাতি, যানবাহন, আসবাবপত্র এবং যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ের একটি ডাটাবেস সংগ্রহ এবং প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকের পর জারি করা এক বিবৃতি অনুসারে, তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারি সংস্থাগুলিকে এই চ্যালেঞ্জগুলি কীভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে পরামর্শ দিতে বলেছেন। একইভাবে, জাতীয় পরিকল্পনা কমিশনকে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহায়তায় একটি দুর্যোগ-পরবর্তী চাহিদা মূল্যায়ন (PDNA) প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে।দায়িত্ব গ্রহণের দিনই মন্ত্রী ঘিসিং বলেন, “আসুন আমাদের পরিকাঠামো নিজেরাই তৈরি করি”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 10:10 AM IST