Mother: 'কুমাতা কদাপি নয়...' মিথ্যে হয়ে গেল প্রবাদ! প্রেমিকের জন্য নিজের একরত্তি মেয়ের সঙ্গে যা করলেন মা, শুনে সকলেই বলছে, 'ছিঃ'!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Mother: প্রেমিকের পছন্দ না কন্যাসন্তান! ঘুম পাড়িয়ে মেয়েকে পুকুরে ছুড়ে ফেলে খুন করল মা, কোথায়?
গান গেয়ে ঘুম পাড়িয়েছিলেন তিন বছরের মেয়েকে। তার পর সেই ঘুমন্ত মেয়েকে ছুড়ে ফেলে দিয়েছেন হ্রদের জলে। রাজস্থানের অজমেঢ়ে এই ঘটনাই ঘটিয়েছেন অঞ্জলি নামের এক মহিলা। মেয়েটি তাঁর প্রথম পক্ষের। বর্তমানে লিভ ইন করছিলেন অন্য একজনের সঙ্গে। সেই ব্যক্তি প্রায়শই মেয়েকে নিয়ে খোঁটা দিত বলে অভিযোগ। গঞ্জনা সহ্য করতে না পেরেই সন্তান বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন মহিলা।
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার, গভীর রাতে টহল দেওয়ার সময়, হেড কনস্টেবল গোবিন্দ শর্মা বৈশালী নগর থেকে আজমিরের বজরং গড় যাওয়ার পথে এক মহিলা এবং এক পুরুষের মুখোমুখি হন। জিজ্ঞাসাবাদে, অঞ্জলি নামে পরিচিত ওই মহিলা বলেন যে তিনি রাতে তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু পথে হঠাৎ শিশুটি নিখোঁজ হয়ে যায়। তারা সারা রাত ধরে তার খোঁজ করে, কিন্তু সব ব্যর্থ হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
২৮ বছর বয়সী অঞ্জলি উত্তর প্রদেশের বারাণসীর বাসিন্দা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি আজমেরে চলে যান এবং তার প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন। অঞ্জলি আজমেরের একটি হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করেন, যেখানে অলকেশও কাজ করেন। খ্রিস্টান গঞ্জ পুলিশ অঞ্জলিকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। অলকেশ কোনওভাবে শিশু হত্যার সঙ্গে জড়িত ছিল কিনা তা তদন্ত করছে পুলিশ।