শ্রীলঙ্কা এমনিতেই রত্ন বা মহামূল্যবান পাথরের জন্য বিখ্যাত ৷ পোখরাজ, নীলকান্তমণি বা নীলা, এমিথিস্টের মতো আরও অনেক মূল্যবান রত্নই পাওয়া যায় সে দেশে ৷ শ্রীলঙ্কাকে তাই রত্নের দেশ বলা যেতেই পারে ৷ এই বিশালাকার নীলকান্তমণি উদ্ধার হয়েছে শ্রীলঙ্কার রত্নপুরার খনি থেকে ৷ বাজারে যার দাম আনুমানিক ১০ কোটি মার্কিন ডলার বলে জানানো হয়েছে ৷
advertisement
নীলকান্তমণি হোক কিংবা যে কোনও প্রকার স্যাফায়ার স্টোনই অত্যন্ত দামি এবং মূল্যবান রত্ন ৷ তাই এগুলির দামও অনেক বেশি হয় ৷ যতো বেশি ফাইন কোয়ালিটির পাথর, দামও ততোই বেশি ৷ নীলকান্তমণির চাহিদাও বাজারে যথেষ্ট রয়েছে ৷ হিরে, রুবি এবং পান্নার মতোই মহামূল্যবান রত্ন নীলকান্তমণি ৷ কয়েক ক্যারেট কিনতেই যেখানে অনেক টাকা খরচ হয় ৷ সেখানে ৩১০ কেজির আস্ত একটা পাথরের দাম যে অনেক হবে, সে বিষয় কোনও সন্দেহ নেই ৷
আরও পড়ুন-‘Alexa’-র মাধ্যমে ৩ বছরের শিশু অনলাইনে যা অর্ডার করল, দেখে সবারই চক্ষু চড়কগাছ !
এই রত্নের নাম দেওয়া হয়েছে ‘কুইন অফ এশিয়া’ ৷ গত জুলাই মাসে ৫১০ কেজি ওজনের নীলকান্তমণি পাওয়া গিয়েছিল। কিন্তু সেটি অখণ্ড রত্ন ছিল না। ছোট ছোট নীলার ক্লাস্টার ছিল সেটি। কিন্তু এ বার অখণ্ড নীলা মিলল শ্রীলঙ্কার রত্নপুরা খনিতে।