আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম জমানায় ২০১৯ সালের সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদি’ আয়োজিত হয়। পরের বছর, ২০২০ সালে গুজরাতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সম্প্রতি আমেরিকায় অবৈধবাসী বিতর্ক এবং ট্রাম্পের বাণিজ্য নীতি ঘিরে নরেন্দ্র মোদিক আমেরিকা সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দুই রাষ্ট্রনেতার বৈঠকে কী কী বিষয় উঠে আসে, সেদিকেই নজর থাকবে সবার ৷
advertisement
রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরঁ-র আমন্ত্রণে ফ্রান্স সফরে গিয়েছিলেন মোদি ৷ ফ্রান্সের পর এবার দু’দিনের আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন তিনি। নয়াদিল্লি জানিয়েছে, দুই রাষ্ট্রনায়কের এই বৈঠক দু’দেশের ‘গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব’কে আরও গতি দেবে । আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। অবৈধ অভিবাসীদের ধরপাকড়, জন্মসূত্রে নাগরিকত্ব আইন এবং সর্বোপরি তাঁর বাণিজ্য নীতি ঘিরে আলোচনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে।