Jasprit Bumrah Net Worth: প্রাসাদোপম বাড়ি থেকে দামি দামি গাড়ি ! বিলাসবহুল জীবনযাপন করেন জসপ্রীত বুমরাহ, ভারতীয় এই ক্রিকেট তারকার মোট সম্পত্তির পরিমাণ জানা আছে কি?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah Net Worth: ভারতীয় দলের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহ। জীবনে প্রচুর প্রতিকূলতা সত্ত্বেও দারুণ সাফল্য পেয়েছেন তিনি। মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। তার ফলে পরিবারের নেমে আসে চরম অনটন। একজোড়া জুতো আর একজোড়া টি-শার্টই হয়ে উঠেছিল সম্বল। এই পরিস্থিতিতে নিজের স্বপ্ন পূরণের দিকে পা বাড়িয়েছিলেন তিনি।
গত বছর অর্থাৎ ২০২৪ সালটা দারুণ কেটেছিল ভারতীয় দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহর। ২০২৪ সালের আইসিসি মেনস বেস্ট টেস্ট ক্রিকেটার পুরস্কার এবং আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার এসেছে বুমরাহর ঝুলিতে। ২০২৫ সালটাও বেশ ভাল ভাবেই শুরু হয়েছে তাঁর জীবনে। ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে একাই ৩২টি উইকেট নিয়েছিলেন বুমরাহ। যদিও তাঁর শক্তিশালী বোলিং সত্ত্বেও সিরিজে জয়ী হতে পারেনি ভারত।
advertisement
এই সিরিজ চলাকালীন পঞ্চম টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। তাঁর পিঠের সমস্যা দেখা দিয়েছে। যার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে পারেননি তিনি। এখন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়ে গিয়েছেন। আর বুমরাহর জায়গায় দলে এসেছেন হর্ষিত রাণা। আজকের প্রতিবেদনে বুমরাহর মোট সম্পত্তির পরিমাণ সম্পর্কে জেনে নেওয়া যাক।
advertisement
জসপ্রীত বুমরাহর ক্রিকেট কেরিয়ার: ভারতীয় দলের অন্যতম সেরা বোলার জসপ্রীত বুমরাহ। জীবনে প্রচুর প্রতিকূলতা সত্ত্বেও দারুণ সাফল্য পেয়েছেন তিনি। মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন। তার ফলে পরিবারের নেমে আসে চরম অনটন। একজোড়া জুতো আর একজোড়া টি-শার্টই হয়ে উঠেছিল সম্বল। এই পরিস্থিতিতে নিজের স্বপ্ন পূরণের দিকে পা বাড়িয়েছিলেন তিনি।
advertisement
মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেটের সফর শুরু করেন। এরপর ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর তাঁর জীবনে আসে উল্লেখযোগ্য মোড়। বোলিংয়ের খুঁটিনাটি শেখেন সেখানে। সেই সঙ্গে পেয়েছিলেন সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটারের গাইডেন্সও। নিজের আইপিএল ডেবিউয়ে বিরাট কোহলিকে ধরাশায়ী করেছিলেন বুমরাহ। ওই ম্যাচে নিয়েছিলেন ২টি উইকেট।
advertisement
জসপ্রীত বুমরাহর মোট সম্পত্তির পরিমাণ এবং আয়: বুমরাহর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬০-৬২ কোটি টাকা। তাঁর আয়ের মূল উৎসগুলি হল - বিসিসিআই চুক্তি, ম্যাচ ফি, বিজ্ঞাপন এবং আইপিএল। বিসিসিআই সেন্ট্রাল কন্ট্র্যাক্টের এ প্লাস গ্রেডে অন্তর্ভুক্ত বুমরাহ। বছরে পান মোট ৭ কোটি টাকা। প্রত্যেক টেস্টের জন্য বুমরাহ পেয়েছেন ১৫ লক্ষ টাকা, প্রত্যেক ওডিআই-এর জন্য পান ৭ লক্ষ টাকা এবং প্রতি T20I ম্যাচের জন্য পান ৩ লক্ষ টাকা করে।
advertisement
advertisement
advertisement