আরও পড়ুন: একদিনেই ৫০ হাজার করোনা পরীক্ষা, নজির গড়ল ডায়মন্ড হারবার! নতুন লক্ষ্য ঘোষণা অভিষেকের
চিন সম্প্রতি ঘোষণা করেছে জিরো কোভিড পলিসি। অর্থাৎ করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে বধ্যপরিকর বেজিং। সামনেই রয়েছে শীতকালীন ওলিম্পিক্স। তার আগে সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতেই এই ব্যবস্থা। সূত্রের খবর, মূলত গর্ভবতী মহিলা, শিশু ও বৃদ্ধদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বাস্কের ভিতর। এই বাক্স একটি ছোট ঘরের মতো। এখানে রয়েছে একটি কাঠের বিছানা, একটি শৌচাগার।
advertisement
করোনা সন্দেহভাজনদের এখানে থাকতে হচ্ছে কম করে দু'সপ্তাহ। একটি এলাকায় যদি একজনও করোনা আক্রান্ত হন, তাহলে বাকি সকলকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বাক্সের বন্দি জীবনে। অনেকেই বলেছেন, মাঝরাতে, একটি সরকারি গাড়ি আসছে, এসে তুলে নিয়ে যাচ্ছে তাঁদের। বাড়ি ছেড়ে তখন চলে যেতে হচ্ছে কোয়ারেন্টিন সেন্টারে।
আরও পড়ুন: 'এ বছর বেশি হইহুল্লোড় করবেন না', গঙ্গাসাগরের পুণ্যার্থীদের আবেদন মমতার
চিনে সরকারি অ্যাপ তৈরি হয়েছে, যার মাধ্যমে দ্রুত করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে, পাশাপাশি তাদের এলাকায় কে-কোথায় আছে, তাও দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত ২ কোটির বেশি মানুষ তাঁদের ঘরে বন্দি হয়ে আছেন বলে খবর। বাড়ির বাইরে বেরিয়ে খাবার কেনাও তাঁদের জন্য বারণ। কয়েকদিন আগেই খবর এসেছিল, এক গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে গিয়েছে লকডাউনে চিকিৎসা পরিষেবা ঠিক মতো না পাওয়ার জন্য। তার পরেই চীনেপর এই অতিরিক্ত কড়া মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। চিনে আপাতত সমস্ত হাই-রিস্ক কন্টাক্টদের বাড়ি বা হোটেলে থাকতে বাধ্য করা হচ্ছে, তাঁদের জিনিসপত্র কিনতে যেতেও বাইরে যেতে দেওযা হচ্ছে না।