Gangasagar Mela 2022: 'এ বছর বেশি হইহুল্লোড় করবেন না', গঙ্গাসাগরের পুণ্যার্থীদের আবেদন মমতার

Last Updated:

এ দিন বারবার পুণ্যার্থীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷ সাধু- সন্ন্যাসীদেরকে ডবল মাস্ক পরারও পরামর্শ দিয়েছেন তিনি (Mamata Banerjee)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: আদালতের নির্দেশ মেনে সবরকম বিধি মেনেই গঙ্গাসাগর মেলায় যেতে হবে৷ এ দিন বাবুঘাটে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2022) ট্রানজিট ক্যাম্পে গিয়ে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, করোনা বিধি মেনে এ বছর যেন ছোট করেই মেলা সম্পন্ন করা হয়৷
স্বাস্থ্যবিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ বিশেষ নজরদারি কমিটিও গড়ে দেওয়া হয়েছে৷
সেকথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, 'আপনাদের অনুরোধ, 'বেশি লোক যাবেন না৷ হাইকোর্টের যা নির্দেশ দিয়েছে তা মেনে চলতেই হবে৷ আদালত স্পষ্ট বলে দিয়েছে, আরটি-পিসিআর পরীক্ষা ছাড়া কেউ গঙ্গাসাগরে যেতে পারবেন না৷ আমরা দুঃখিত যে ঘরে ঘরে ওমিক্রন ছড়িয়ে পড়েছে৷ কারও করোনা থাকলে তাঁকে অবশ্যই আলাদা করে রাখুন৷ দরকারে পুলিশের সাহায্য নিন৷ এক গাড়িতে কোনও কোভিড রোগী থাকলে বাকিরাও আক্রান্ত হবে৷ কোভিড বিধি মেনে যতটা ছোট করে সম্ভব মেলার আয়োজন করুন৷ এবারে ছোট করেই মেলা করুন৷'
advertisement
advertisement
গঙ্গাসাগরে আদালতের রায় লঙ্ঘিত হলে তার দায় বর্তাবে রাজ্য সরকারের উপরেই৷ সেকথা মাথায় রেখেই এ দিন বারবার পুণ্যার্থীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷ সাধু- সন্ন্যাসীদেরকে ডবল মাস্ক পরারও পরামর্শ দিয়েছেন তিনি৷
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, 'প্রতি পরিবারে সবাইকেই স্পর্শ করে যাচ্ছে৷ প্রশাসন, চিকিৎসক, নার্স, দমকল, পুলিশ, সংবাদমাধ্যম থেকে শুরু করে সরকারের প্রত্যেক দফতরের কর্মী জীবন বাজি রেখে কাজ করছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রী- প্রত্যেকে করোনা আক্রান্ত হচ্ছেন৷ তার পরেও আমাদের সরকারি অফিসার, কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মেলার আয়োজনে সাহায্য করছেন৷ এ বছর দয়া করে বেশি হইহল্লোড় করবেন না৷'
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণেই এ বছর গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বেচ্ছাসেবকদের সেভাবে পাওয়া যাবে না৷ একই ভাবে বহু পুলিশকর্মীও করোনা আক্রান্ত৷ সবমিলিয়ে আদালতের নির্দেশ মেনে এবারের গঙ্গাসাগর মেলার আয়োজন যে সরকারের কাছেও কঠিন চ্যালেঞ্জ, এ দিন মুখ্যমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gangasagar Mela 2022: 'এ বছর বেশি হইহুল্লোড় করবেন না', গঙ্গাসাগরের পুণ্যার্থীদের আবেদন মমতার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement