Gangasagar Mela 2022: 'এ বছর বেশি হইহুল্লোড় করবেন না', গঙ্গাসাগরের পুণ্যার্থীদের আবেদন মমতার

Last Updated:

এ দিন বারবার পুণ্যার্থীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷ সাধু- সন্ন্যাসীদেরকে ডবল মাস্ক পরারও পরামর্শ দিয়েছেন তিনি (Mamata Banerjee)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: আদালতের নির্দেশ মেনে সবরকম বিধি মেনেই গঙ্গাসাগর মেলায় যেতে হবে৷ এ দিন বাবুঘাটে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2022) ট্রানজিট ক্যাম্পে গিয়ে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একই সঙ্গে তিনি অনুরোধ করেছেন, করোনা বিধি মেনে এ বছর যেন ছোট করেই মেলা সম্পন্ন করা হয়৷
স্বাস্থ্যবিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ বিশেষ নজরদারি কমিটিও গড়ে দেওয়া হয়েছে৷
সেকথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, 'আপনাদের অনুরোধ, 'বেশি লোক যাবেন না৷ হাইকোর্টের যা নির্দেশ দিয়েছে তা মেনে চলতেই হবে৷ আদালত স্পষ্ট বলে দিয়েছে, আরটি-পিসিআর পরীক্ষা ছাড়া কেউ গঙ্গাসাগরে যেতে পারবেন না৷ আমরা দুঃখিত যে ঘরে ঘরে ওমিক্রন ছড়িয়ে পড়েছে৷ কারও করোনা থাকলে তাঁকে অবশ্যই আলাদা করে রাখুন৷ দরকারে পুলিশের সাহায্য নিন৷ এক গাড়িতে কোনও কোভিড রোগী থাকলে বাকিরাও আক্রান্ত হবে৷ কোভিড বিধি মেনে যতটা ছোট করে সম্ভব মেলার আয়োজন করুন৷ এবারে ছোট করেই মেলা করুন৷'
advertisement
advertisement
গঙ্গাসাগরে আদালতের রায় লঙ্ঘিত হলে তার দায় বর্তাবে রাজ্য সরকারের উপরেই৷ সেকথা মাথায় রেখেই এ দিন বারবার পুণ্যার্থীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷ সাধু- সন্ন্যাসীদেরকে ডবল মাস্ক পরারও পরামর্শ দিয়েছেন তিনি৷
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, 'প্রতি পরিবারে সবাইকেই স্পর্শ করে যাচ্ছে৷ প্রশাসন, চিকিৎসক, নার্স, দমকল, পুলিশ, সংবাদমাধ্যম থেকে শুরু করে সরকারের প্রত্যেক দফতরের কর্মী জীবন বাজি রেখে কাজ করছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রী- প্রত্যেকে করোনা আক্রান্ত হচ্ছেন৷ তার পরেও আমাদের সরকারি অফিসার, কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মেলার আয়োজনে সাহায্য করছেন৷ এ বছর দয়া করে বেশি হইহল্লোড় করবেন না৷'
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণেই এ বছর গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বেচ্ছাসেবকদের সেভাবে পাওয়া যাবে না৷ একই ভাবে বহু পুলিশকর্মীও করোনা আক্রান্ত৷ সবমিলিয়ে আদালতের নির্দেশ মেনে এবারের গঙ্গাসাগর মেলার আয়োজন যে সরকারের কাছেও কঠিন চ্যালেঞ্জ, এ দিন মুখ্যমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gangasagar Mela 2022: 'এ বছর বেশি হইহুল্লোড় করবেন না', গঙ্গাসাগরের পুণ্যার্থীদের আবেদন মমতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement