Abhishek Banerjee: একদিনেই ৫০ হাজার করোনা পরীক্ষা, নজির গড়ল ডায়মন্ড হারবার! নতুন লক্ষ্য ঘোষণা অভিষেকের

Last Updated:
 অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
#ডায়মন্ড হারবার: তিরিশ হাজারের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু দিনের শেষ ডায়মন্ড হারবারে (Diamond Harbour) আরটি- পিসিআর পরীক্ষার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল৷
এই পরিসংখ্যান তুলে ধরে নিজেই ট্যুইট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যেপাধ্যায় (Abhishek Banerjee)৷ অভিষেক জানিয়েছেন, গত সাত দিনে পশ্চিমবঙ্গের সব লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবারেই সংক্রমণের হার সবথেকে কম৷ অভিষেকের প্রতিশ্রুতি, ডায়মন্ড হারবারকে করোনা মুক্ত করাই তাঁর লক্ষ্য৷
advertisement
advertisement
স্বামী বিবেকানন্দের জন্মদিনে ডায়মন্ড হারবারে কোভিড টেস্টিং অন হুইলস নামে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল৷ যার মূল উদ্যোক্তা ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ এ দিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছিল কোভিড পরীক্ষার জন্য বিশেষ তেইশটি গাড়ি৷ বিভিন্ন এলাকার বাসিন্দাদের করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়৷
advertisement
advertisement
প্রাথমিক ভাবে একদিনে তিরিশ হাজার আরটি- পিসিআর পরীক্ষার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ কিন্তু দুপুরের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যায়৷ দিনের শেষ মোট ৫৩,২০৩টি আরটি- পিসিআর টেস্ট করা হয়েছে ডায়মন্ড হারবারে৷ তার মধ্যে করোনা ধরা পড়েছে ১১৫১ জনের৷ পজিটিভিটির হার ২.১৬ শতাংশ৷
advertisement
মঙ্গলবার গোটা রাজ্যে করোনা পরীক্ষা হয়ছিল ৬৫ হাজারের কিছু বেশি৷ সেখানে একদিনেই ডায়মন্ড হারবারে ৫৩ হাজারের বেশি করোনা পরীক্ষা রীতিমতো নজির গড়ল বলেই ট্যুইটারে দাবি করেছেন অভিষেক৷ তিনি লিখেছেন, 'আনন্দের সঙ্গে জানাচ্ছি যে একদিনে পঞ্চাশ হাজার করোনা পরীক্ষার মধ্যে দিয়ে আমরা স্বামী বিবেকানন্দকে যথাযথ সম্মান জানাতে পেরেছি৷ তার উপরে গত সাত দিনে পশ্চিমবঙ্গের সমস্ত লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবারেই পজিটিভিটি রেট সবথেকে কম৷'
advertisement
অন্য একটি ট্যুইটে অভিষেক লেখেন, 'এই পজিটিভিটি রেট আরও কমিয়ে আনতে যা করণীয় তা আমরা করতে আমরা বদ্ধপরিকর৷ ডায়মন্ড হারবারকে করোনা মুক্ত করতে আমরা চেষ্টার ত্রুটি রাখব না৷ আপনাদের সুস্থতাই আমাদের কাছে সর্বাধিক অগ্রাধিকার পাবে৷'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: একদিনেই ৫০ হাজার করোনা পরীক্ষা, নজির গড়ল ডায়মন্ড হারবার! নতুন লক্ষ্য ঘোষণা অভিষেকের
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement