TRENDING:

Pakistani KFC Rider : সকালে ছাত্রী, রাতে লোকের বাড়িতে কেএফসি-র খাবার ডেলিভারি, পাকিস্তানি তরুণীর সংগ্রামকে কুর্নিশ নেটদুনিয়ায়

Last Updated:

Pakistani KFC Rider : মীরাবের মুখে তাঁর জীবন সংগ্রামের কথা শুনে মুগ্ধ ফিজা৷ তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মীরাবের কথা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লাহৌর : লাহৌরের বাসিন্দা ফিজা ইজাজ অনলাইনে কেএফসি-র খাবার অর্ডার করেছিলেন৷ কিছু ক্ষণ পর পাল্টা ফোন পেয়ে তিনি চমকে উঠলেন ৷ এক নারীকণ্ঠ জানাল তাঁর জন্য খাবার নিয়ে আসার কথা ৷ ওই নারীকণ্ঠ মীরাবের ৷ তিনিও লাহৌরেই থাকেন৷ তিনি সকালে ফ্যাশন ডিজাইনিংয়ে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স করছেন৷ রাতে তিনিই কেএফসি-র রাইডার ৷ বাড়ি বাড়ি পৌঁছে দেন লোভনীয় খাবার ৷ কোর্সের খরচ কমাতেই তাঁর এই নৈশ-কাজ ৷ আগামী তিন বছর তিনি এভাবেই সকালে ও রাতে দ্বৈত ভূমিকা পালন করতে চান ৷ যাতে কোর্সের খরচ বহন করতে পারেন ৷ যাতে পরিবারের ভরসাস্থল হতে পারেন ৷ চালাতে পারেন মায়ের চিকিৎসার খরচ ৷
 আগামী তিন বছর তিনি এভাবেই সকালে ও রাতে দ্বৈত ভূমিকা পালন করতে চান
আগামী তিন বছর তিনি এভাবেই সকালে ও রাতে দ্বৈত ভূমিকা পালন করতে চান
advertisement

মীরাবের মুখে তাঁর জীবন সংগ্রামের কথা শুনে মুগ্ধ ফিজা৷ তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মীরাবের কথা ৷ ইতিমধ্যেই তাঁর পোস্টে ৫০ হাজার লাইক পড়েছে৷ মন্তব্য এসেছে দেড় হাজারের বেশি৷

আরও পড়ুন :  বিরিয়ানির হাঁড়ি ভেসে যায় হায়দরাবাদের জলমগ্ন রাজপথে, দেখুন ভাইরাল ভিডিও

advertisement

ফিজা জানিয়েছেন তিনি ও তাঁর বন্ধুরা কেএফসি-র খাবারের জন্য অপেক্ষা করছিলেন ৷ কিছু ক্ষণ পর তিনি বাড়ির গেটের বাইরে বেরিয়ে আসেন ৷ মীরাবের হাত থেকে খাবার নিয়ে তিনি রোমাঞ্চিত ৷ প্রায় ১০ মিনিট গল্প করে তিনি জানতে পারেন তাঁর জীবনকাহিনি ৷ তাঁর প্যাশন, বাইক চালানোর দক্ষতা সবই শোনেন ফিজা ৷ তার পর পোস্ট করেন সামাজিক মাধ্যমে৷ কিছু ক্ষণ পরে এডিটও করেন নিজের পোস্টবার্তা ৷ জানান, মীরাবের কোর্সের খরচ বহন করছে একটি সংস্থা৷ কিন্তু তিনি কেএফসি-র খাবারবাহক হয়ে কাজ করে যাবেন সংসার ও মায়ের চিকিৎসার খরচের কথা ভেবেই৷

advertisement

আরও পড়ুন :  সমাধির উপর সাড়ে পাঁচ ফুটের উত্থিত পুরুষাঙ্গ! পূর্ণ হল ৯৯ বছর বয়সে প্রয়াত বৃদ্ধার শেষ ইচ্ছে

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

মীরাবের প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা ৷ তাঁকে বাহবা জানিয়েছে কেএফসি পাকিস্তানও ৷ তাঁর জীবনের লড়াই সকলের সামনে আনার জন্য নেট দুনিয়া ধন্যবাদ জানিয়েছেন ফিজাকেও ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistani KFC Rider : সকালে ছাত্রী, রাতে লোকের বাড়িতে কেএফসি-র খাবার ডেলিভারি, পাকিস্তানি তরুণীর সংগ্রামকে কুর্নিশ নেটদুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল