Viral Video: Floating Biryani: বিরিয়ানির হাঁড়ি ভেসে যায় হায়দরাবাদের জলমগ্ন রাজপথে, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Viral Video: Floating Biryani: ভিডিওতে দেখা যাচ্ছে খয়েরি পাত্রের উপর বসানো কালো হাঁড়ি ভেসে চলেছে জলমগ্ন রাজপথে
হায়দরাবাদ : বিরিয়ানিপ্রেমীদের জন্য হৃদয়বিদারক দৃশ্য। সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। দেখা যাচ্ছে জলমগ্ন হায়দরাবাদের রাজপথে ভেসে যাচ্ছে দুটি বিরিয়ানির হাঁড়ি। যদিও তার ভিতরে কী আছে, দেখা যাচ্ছে না। তবে অনুমান, হাঁড়িদুটিতে বিরিয়ানি ঠাসা। হায়দরাবাদের নবাব সাহেব কুন্টায় আবিদা হোটেলের সামনে এই ছবি ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে খয়েরি পাত্রের উপর বসানো কালো হাঁড়ি ভেসে চলেছে জলমগ্ন রাজপথে।
ভিডিওটি ট্যুইটারে পোস্ট করে লেখা হয়েছে, এই বিরিয়ানি যিনি অর্ডার করেছেন তিনি এ বার বিফল মনোরথ হলেন। রসিকতার সেই সুর ধরে আর এক নেটিজেনের মন্তব্য, এবং যাঁর বাড়িতে পৌঁছবে ভাসতে ভাসতে, তিনি খুব খুশি হবেন।
ভাসমান এই বিরিয়ানি ঘিরে নেটিজেনদের মজার সুর, হাসির রোল চলছেই। কোনও নেটিজেন লিখেছেন, এটাই কি হোম ডেলিভারির সাম্প্রতিক রূপ? আবার কারওর কথায় এটাই বিরিয়ানির দ্য গ্রেট এসকেপ বা মহাপলায়ন।
advertisement
advertisement
Somebody is going to be unhappy for not getting his biryani order.#Hyderabad #HyderabadRains pic.twitter.com/OPdXsjSoKs
— Ibn Crowley (@IbnFaraybi) July 28, 2022
আরও পড়ুন : রাজপথে হুইলচেয়ার চালিয়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যে, জোম্যাটোর ডেলিভারিম্যানকে কুর্নিশ নেট দুনিয়ায়
advertisement
😂 the floating biryani
— Sahr Ahmed (@SahrAhmed27) July 29, 2022
আরও পড়ুন : ৯০ ডিগ্রি বেঁকে গিয়েছিল ঘাড়, নিখরচায় অস্ত্রোপচারে পাকিস্তানি কিশোরীর নতুন জীবন ভারতের চিকিৎসকের হাতে
😂😂😂😂😂😂😂dum biryani ki aisi ki taisi..new hit is Tairti Biryani
— Sang Froid🍃 (@pointofpheww) July 29, 2022
advertisement
গত কয়েক দিন ধরেই তেলেঙ্গানার বিভিন্ন অংশে প্রবল বর্ষণ চলছে। এর ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। হাযদরাবাদ দিয়ে বয়ে যাওয়া মুসি নদী এখন জলস্ফীত । প্রতিকূল পরিবেশে জলবন্দি মানুষের কাছে কিছুটা হলেও হাসির মুহূর্ত পৌঁছে দিয়েছে ভাসমান বিরিয়ানির ভিডিও।
Location :
First Published :
August 01, 2022 8:56 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: Floating Biryani: বিরিয়ানির হাঁড়ি ভেসে যায় হায়দরাবাদের জলমগ্ন রাজপথে, দেখুন ভাইরাল ভিডিও