সাধারণত সমাধি সাজানো হয় বড় পাথরখণ্ড বা ওবেলিস্ক দিয়ে৷ পাশাপাশি থাকে মৃতের পছন্দ অনুযায়ী নানা রকম সজ্জাও৷ কোথাও খোলা বইয়ের পাতা, কোথাও ফুল-লতা-পাতার কারুকাজ দিয়ে বিজড়িত থাকে প্রিয়জনের চিরঘুমের পরিসর৷ মৃত্যুর আগে অনেকেই ইচ্ছেপ্রকাশ করেন তাঁর সমাধিতে কীরকম সজ্জা থাকবেন ৷
এ বিষয়ে তাক লাগিয়ে দিয়েছেন মেক্সিকোর ৯৯ বছর বয়সি বৃদ্ধা ক্যাটারিনা ওর্দুনা পেরেজ ৷ সে দেশের মিসান্টলা শহরের বাসিন্দা ওই প্রবীণা চেয়েছিলেন তাঁর সমাধির উপর থাকবে উত্থিত পুরুষাঙ্গ!
পরিবার পরিজনের কাছে ক্যাটারিনা পরিচিত ছিলেন ডোনা ক্যাটা নামে ৷ মৃত্যুর আগে প্রকাশ করে যান তাঁর শেষ ইচ্ছে৷ সেইমতো তাঁর সমাধির উপর বসানো হল সাড়ে পাঁচ ফুট লম্বা পুরুষাঙ্গ৷ পরিজনদের কথায় এটা আসলে ডোনার ভালবাসা ও জীবনের আনন্দের প্রতীক৷
আরও পড়ুন : বিরিয়ানির হাঁড়ি ভেসে যায় হায়দরাবাদের জলমগ্ন রাজপথে, দেখুন ভাইরাল ভিডিও
ডোনার নাতি অ্যালভারোর মতে, তাঁর ঠাকুমা ছিলেন খোলা মনের, নিজের সময়ের তুলনায় অনেক এগিয়ে৷ গোপনীয়তা, লুকোচুরি ভেঙে তিনি পরিচয় দিয়েছিলেন খোলা মনের ৷ ধারণা তাঁর পরিজনদের ৷প্রজন্ম পেরিয়ে নাতি নাতনিদের সঙ্গেও হাসি মস্করা করতে ছাড়তেন না বৃদ্ধা৷
Here's the moment that Doña Cata's 600 pound cock and balls statue was unveiled on her grave. #BVE pic.twitter.com/glP1ZK1QYY
— Nathaniel Janowitz (@ngjanowitz) July 28, 2022
সমাধির উপরে পুরুষাঙ্গ বসানো নিয়ে ঠাকুমার শেষ ইচ্ছে সম্পর্কে প্রবীণার নাতি বলেছেন, ‘‘উনি চেয়েছিলেন যে তাঁর ইচ্ছে কেউ যেন তাঁকে ভুলে না যান ৷ তিনি যা যা ভালবাসতেন সে সব যেন সকলে মনে রাখেন, এটাই ছিল তাঁর ইচ্ছে৷’’ তাঁর শেষ ইচ্ছে যেন পূর্ণ হয়, সেদিকে খেয়াল রেখেছিলেন পরিজনরা ৷
আরও পড়ুন : মৃত্যুর ৩০ বছর পর সাতপাকে বাঁধা পড়লেন শোভা এবং চণ্ডাপ্পা
তবে বৃদ্ধার শেষ ইচ্ছের কথা শুনে সকলেই প্রথমে চমকে উঠেছিলেন ৷ ভেবেছিলেন বুঝি ঠাট্টা করছেন৷ কারণ মৃত ব্যক্তির স্মৃতিতে এই ধরনের মূর্তির কথা ভাবাই যায় না৷ বলছেন যে ইঞ্জিনিয়ার মূর্তি ডিজাইন করেছেন, সেই ইসিদ্রো ল্যাভোইগনেট ৷ এক মাস ধরে ১২ জন লোকের চেষ্টায় অবশেষে তৈরি হয়েছে এই পুরুষাঙ্গ মূর্তি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।