TRENDING:

Pakistan Saudi Deal: সব পরিষ্কার হয়ে গেল, গোপন উদ্দেশ্য ফাঁস করে দিল পাক প্রতিরক্ষামন্ত্রী! চুক্তি নিয়ে বড় হুঁশিয়ারি ভারতকে

Last Updated:

খ্বজা আসিফ বলেন, ‘‘আমরা কোনও দেশের নাম বিশেষভাবে আগ্রাসক হিসাবে উল্লেখ করিনি৷ সৌদি আরবও করেনি৷ আমাদের মধ্যে কোনও দেশ যদি অন্য কোনও দেশ দ্বারা আক্রান্ত হয়, তবে অপর দেশ তাকে সাহায্য করবে৷ যুগ্মভাবে প্রতিরক্ষা করবে৷ ’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

ইসলামাবাদ: এই ক’দিন আগেই সৌদি আরবের সঙ্গে একটি উল্লেখযোগ্য সামরিক চুক্তি সই করেছে পাকিস্তান৷ যে চুক্তিতে বলা হয়েছে, ওই দুই দেশের মধ্যে কোনও একটা দেশেও যদি বিদেশি কোনও শক্তি হামলা করে, তাহলে অন্যদেশও ঝাঁপিয়ে পড়ে সেই বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করবে৷ পহেলগাঁও এবং অপারেশন সিঁদুর পরবর্তী ক্ষেত্রে পাকিস্তানের এই ধরনের সামরিক চুক্তি করা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে৷ ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছে, তারা আগের মতোই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে৷ এর মধ্যেই এবার উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা গেল সে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খ্বজা আসিফের মুখে৷

advertisement

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময়ে খ্বজা আসিফকে প্রশ্ন করা হয়, ভারত-পাকিস্তান সংঘর্ষ হলেও কি তাতে যোগ দেবে সৌদি আরব? উত্তরে খ্বজা আসিফ বলেন, ‘‘জি বিলকুল, ইসমে কোয়ি শক নেহি (হ্যাঁ অবশ্যই, এতে কোনও সন্দেহই নেই)৷’’

advertisement

আরও পড়ুন: H1B ভিসা নিয়ে ট্রাম্পের ভয়ঙ্কর ঘোষণা! তার মাঝেই জানেন কী বললেন মোদি…নরম কথায় স্পষ্ট উত্তর

আসিফ জানিয়েছেন, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা পরিকাঠামোর উপরে জোর দিতেই করা হয়েছে৷ তবে পাশাপাশি তিনি এ-ও জানান, সৌদি আরব বা পাকিস্তান কোনও দেশকেই বিশেষ ভাবে আগ্রাসন পন্থী হিসাবে উল্লেখ করেনি৷ এই চুক্তিকে প্রতিরক্ষা ব্যবস্থার এক বৃহত্তর ছাতা হিসাবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

advertisement

খ্বজা আসিফ বলেন, ‘‘আমরা কোনও দেশের নাম বিশেষভাবে আগ্রাসক হিসাবে উল্লেখ করিনি৷ সৌদি আরবও করেনি৷ আমাদের মধ্যে কোনও দেশ যদি অন্য কোনও দেশ দ্বারা আক্রান্ত হয়, তবে অপর দেশ তাকে সাহায্য করবে৷ যুগ্মভাবে প্রতিরক্ষা করবে৷ ’’

আরও পড়ুন: আমেরিকায় আর চাকরি পাবে না ভারতীয়রাভয়ঙ্কর ঘোষণা করে দিল ট্রাম্প! একটা H1B ভিসার জন্য দিতে হবে ১,০০,০০০ ডলার

advertisement

অন্য একটি প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ‘‘আমাদের এই চুক্তি কোনও আগ্রাসী মনোভাবের কথা মাথায় রেখে করা হয়নি৷ প্রতিরক্ষার কথা মাথায় রেখেই করা হয়েছে৷ ’’

এদিকে, ভারত শুক্রবার বলেছে যে তারা আশা করে যে পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পরেও সৌদি আরব ভারতের সঙ্গে তার “পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতা” প্রতিফলিত করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Saudi Deal: সব পরিষ্কার হয়ে গেল, গোপন উদ্দেশ্য ফাঁস করে দিল পাক প্রতিরক্ষামন্ত্রী! চুক্তি নিয়ে বড় হুঁশিয়ারি ভারতকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল