Modi Vs Trump: H1B ভিসা নিয়ে ট্রাম্পের ভয়ঙ্কর ঘোষণা! তার মাঝেই জানেন কী বললেন মোদি...নরম কথায় স্পষ্ট উত্তর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিদেশের উপরে যত বেশি নির্ভরশীল হব আমরা, তত আমাদের দেশের ক্ষতি৷ বিশ্ব শান্তি, স্থায়িত্ব এবং উন্নয়নের জন্য আমাদের আত্মনির্ভর হতে হবে৷ আমরা যদি অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে তা আমাদের আত্মবিশ্বাসের প্রতি আঘাত করা হবে৷ ১৪০ কোটি মানুষের ভবিষ্যৎ আমরা অন্য দেশের উপরে ছেড়ে দিতে পারি না৷’’
বঢোদরা: এটা যেন ‘ট্যারিফ ২.০’৷ আমেরিকার অভিবাসী সমস্যার সমাধানে ট্রাম্পের বড়সড় ‘ক্র্যাকডাউন’৷ শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, এবার থেকে H1B ভিসার আবেদন করার জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে ১, ০০,০০০ ডলার বার্ষিক ফি দিতে হবে মার্কিন প্রশাসনকে৷ আশঙ্কা, ট্রাম্পের এমন সিদ্ধান্তে বড়সড় সমস্যায় পড়তে পারেন সে দেশে কর্মরত ভারতীয় প্রযুক্তিবিদেরা৷ পড়াশোনা শেষে কর্মরত ব্যক্তিরা তো অবশ্যই৷ এমন যখন পরিস্থিতি তখন উল্লেখযোগ্য মন্তব্য শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে৷
advertisement
এদিন গুজরাতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভাবনগরে বক্তৃতা করার সময় মোদি বলেন, ‘‘বর্তমানে বিশ্ববন্ধুত্বের মানসিকতা নিয়ে এগোচ্ছে ভারত৷ বিশ্বে কোথাও আমাদের উল্লেখযোগ্য কোনও শত্রু নেই৷ আমাদের সবচেয়ে বড় শত্রু হল আমাদের অন্য দেশের উপরে নির্ভর করার অভ্যাস৷ এটাই ভারতের সবচেয়ে বড় শত্রু৷ আর আমরা সকলে একসাথে ভারতের এই শত্রুকে পরাস্ত করতে পারি৷’’
advertisement
advertisement
প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিদেশের উপরে যত বেশি নির্ভরশীল হব আমরা, তত আমাদের দেশের ক্ষতি৷ বিশ্ব শান্তি, স্থায়িত্ব এবং উন্নয়নের জন্য আমাদের আত্মনির্ভর হতে হবে৷ আমরা যদি অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে তা আমাদের আত্মবিশ্বাসের প্রতি আঘাত করা হবে৷ ১৪০ কোটি মানুষের ভবিষ্যৎ আমরা অন্য দেশের উপরে ছেড়ে দিতে পারি না৷’’
advertisement
প্রধানমন্ত্রীর মতে, ১০০টা দুঃখের একটাই সমাধান, আত্মনির্ভর ভারত৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসা সংক্রান্ত ঘোষণার জেরে যে শঙ্কা তৈরি হচ্ছে আমেরিকায় কর্মরত ভারতীয়দের মধ্যে, তার মাঝেই মোদির এই মন্তব্য৷
advertisement
Location :
Gujarat
First Published :
September 20, 2025 2:15 PM IST