Trump on H1B Visa: আমেরিকায় আর চাকরি পাবে না ভারতীয়রা...ভয়ঙ্কর ঘোষণা করে দিল ট্রাম্প! একটা H1B ভিসার জন্য দিতে হবে ১,০০,০০০ ডলার
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
নিয়োগকর্তাদের অবশ্যই টাকা দেওয়ার প্রমাণ রাখতে হবে। ভিসা প্রক্রিয়া চলাকালীন অর্থপ্রদান করা হয়েছে কি না, তা সে দেশের বিদেশমন্ত্রক নিশ্চিত করবে। যদি ওই সময়কালে নিযুক্ত ব্যক্তি তাঁর স্যালারি না পেয়ে থাকেন, তাহলে বিদেশমন্ত্রক অথবা স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ (DHS) ভিসা আবেদনটি প্রত্যাখ্যান করবে।
ওয়াশিংটন: অভিবাসীদের যেন আর আমেরিকায় ঢুকতেই দিতে চান না ট্রাম্প৷ এবার এমন এক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন, যাতে সম্পূর্ণ H-1B ভিসা পাওয়ার পথটাই দুর্গম হয়ে গেল৷ এবার থেকে H-1B ভিসার আবেদন করতে আবেদনকারীকে প্রত্যেক বছর ১, ০০,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) দিতে হবে৷ এই নিয়ম নতুন এবং সাপ্লিমেন্টারি ভিসা আবেদনকারী প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে৷ এবার থেকে তাই দক্ষ এবং উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন হলেও বিদেশি কোনও কর্মচারী সহজেই নিয়োগ করতে পারবে না গুগল, মেটা, অ্যামাজনের মতো সংস্থারা৷ সমস্যায় পড়বেন আমেরিকার ইউনিভার্সিটিতে পিএইচডি করে H-1B ভিসা নিয়ে কর্মরত ব্যক্তিরাও৷
বিশেষজ্ঞ মহল বলছে, এই নির্দেশনামায় সই করার মাধ্যমে ট্রাম্প তাঁর ‘আমেরিকান ফার্স্ট’ প্রত্যাশা পূর্ণ করছেন৷ ট্রাম্প বার বার তাঁর নির্বাচনী প্রচার চলাকালীন বলেছেন, বিদেশিরা আমেরিকানদের চাকরি ছিনিয়ে নেয়৷ সেই পথ বন্ধ করবে তাঁর প্রশাসন৷ এক্ষেত্রে, সরাসরি বিদেশি বা আমেরিকার অভিবাসীদের আমেরিকায় কাজ করার উপরে নিষেধাজ্ঞা জারি না করলেও, H-1B ভিসা পাওয়ার জন্য এত বিরাট অঙ্কের ফিস ধার্য করলেন, যা অধিকাংশই দিয়ে উঠতে পারবেন না৷ ফলে মার্কিনি সংস্থাগুলিও ভারতীয় তথা অন্য বিদেশিদের নিয়োগ করার বিষয়ে অনীহা প্রকাশ করবে৷
advertisement
নতুন H-1B ভিসা আবেদনের নিয়ম কী?
advertisement
নিয়োগকর্তাদের অবশ্যই টাকা দেওয়ার প্রমাণ রাখতে হবে। ভিসা প্রক্রিয়া চলাকালীন অর্থপ্রদান করা হয়েছে কি না, তা সে দেশের বিদেশমন্ত্রক নিশ্চিত করবে। যদি ওই সময়কালে নিযুক্ত ব্যক্তি তাঁর স্যালারি না পেয়ে থাকেন, তাহলে বিদেশমন্ত্রক অথবা স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ (DHS) ভিসা আবেদনটি প্রত্যাখ্যান করবে।
advertisement
এই নিয়মটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে H-1B ভিসার জন্য আবেদনকারীদের উপরও প্রযোজ্য। যদি তাদের আবেদনে প্রয়োজনীয় অর্থ প্রদান অন্তর্ভুক্ত না থাকে, তাহলে এটি অনুমোদিত হবে না। শুধুমাত্র বিরল ক্ষেত্রে, যেখানে এটি আমেরিকার জাতীয় স্বার্থের বিষয় হয়, তবে তা ব্যতিক্রমী হিসাবে বিবেচনা করা হবে।
advertisement
H-1B ভিসার আবেদন ফি ১০০,০০০ ডলার হলে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?
এই নতুন ফি ভারতীয় কর্মীদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে, কারণ তারাই H-1B ভিসাধারীদের সংখ্যাগরিষ্ঠ। USCIS অনুসারে, সাম্প্রতিক বছরগুলিতে অনুমোদিত H-1B আবেদনের ৭১% ভারতীয়, তারপরেই রয়েছে চিন।
H-1B প্রোগ্রাম থেকে উপকৃত ভারতীয়দের দুটি প্রধান দল রয়েছে, একটি হল মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত প্রধান আইটি কোম্পানিতে কর্মরত ভারতীয় পেশাদাররা এবং অন্যটি হল মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জনকারী ভারতীয় শিক্ষার্থীরা, যাঁরা তারপর আমেরিকায় থাকার এবং কাজ করার জন্য H-1B ভিসার জন্য আবেদন করে৷
advertisement
২০২৩ সালের বিবিসির একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় H-1B ভিসাধারীদের প্রায় ৬৫% কম্পিউটার-সম্পর্কিত চাকরিতে কাজ করেন। H-1B ভিসাধারীদের গড় বেতন প্রতি বছর প্রায় ১১৮,০০০ ডলার।
আমেরিকা লটারি সিস্টেমের মাধ্যমে বছরে ৮৫,০০০ H-1B ভিসা ইস্যু করে। নতুন নিয়মের ফলে, অনেক বর্তমান এবং ভবিষ্যতের জন্য ভিসা আবেদনকারী ব্যক্তিরা বার্ষিক ফি বহন করতে সমস্যায় পড়তে পারেন এবং নিয়োগকর্তারা ফি না দিলে চাকরির সুযোগ হারাতে পারেন। নতুন আর্থিক প্রয়োজনীয়তা পূরণ করতে না পারলে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য করা হতে পারে।
advertisement
ভারতীয় শিক্ষার্থী এবং সম্প্রতি যাঁরা স্নাতক হয়েছেন, তাঁদের জন্য, এই পরিমাণ অর্থ চাকরির সম্ভাবনা কমিয়ে দেবে, আর্থিক চাপ তৈরি করবে৷ পড়াশোনা শেষ করার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার এবং কাজ করার সীমিত সুযোগ পাবে তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
September 20, 2025 10:41 AM IST