TRENDING:

প্রতিবেশীর পাশে বন্ধু ভারত, মায়ানমারে অপারেশন ব্রহ্মা’-তে যোগ ভারতীয় সেনার! মৃতদেহ গুণে শেষ করা যাচ্ছে না

Last Updated:

Myanmar Earthquake: মায়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ১,৬০০। আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।‘অপারেশন ব্রহ্মা’-তে যোগ ভারতীয় সেনার, সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা বিদ্রোহীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুক্রবার মায়ানমারে হওয়া ভয়ঙ্কর ৭.৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৪৪-এ। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির সামরিক সরকার। আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে সরকার জানিয়েছিল, ভূমিকম্পে ১,০০২ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৪০৮ এবং এখনও ১৩৯ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে মায়ানমারের মান্দালয়ের কাছে। এরপর একাধিক আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৬.৪ মাত্রার। এতে বহু বহুতল ভেঙে পড়ে, সেতু ও বাঁধ ধসে যায়। উদ্ধারকাজ সহজ করতে, মায়ানমারের জান্তা-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলি দুই সপ্তাহের জন্য আংশিক যুদ্ধবিরতির ঘোষণা করেছে।
শুক্রবার দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে মায়ানমারের মান্দালয়ের কাছে। এরপর একাধিক আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৬.৪ মাত্রার। এতে বহু বহুতল ভেঙে পড়ে, সেতু ও বাঁধ ধসে যায়। উদ্ধারকাজ সহজ করতে, মায়ানমারের জান্তা-বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলি দুই সপ্তাহের জন্য আংশিক যুদ্ধবিরতির ঘোষণা করেছে।
advertisement

ট্রেনে সফর করছিলেন ২ সাধু, TT এসে টিকিট দেখতে চাইলে বললেন, ‘বাবা, আমাদের টাকা কোথায়?’ কিন্তু…হাতে এটা কী? যা জানা গেল!

মামার ছেলের সঙ্গে প্রেম, বিয়ে! পরিবারের বিরুদ্ধে গিয়েও হল না শেষরক্ষা…সুটকেসে রাকেশ-গৌরীর ‘রক্তাক্ত’ সম্পর্কের ইতি!

শুক্রবার দুপুরে ভূমিকম্পটি আঘাত হানে মায়ানমারের মান্দালয়ের কাছে। এরপর একাধিক আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৬.৪ মাত্রার। এতে বহু বহুতল ভেঙে পড়ে, সেতু ও বাঁধ ধসে যায়। উদ্ধারকাজ সহজ করতে, মায়ানমারের বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলি দুই সপ্তাহের জন্য আংশিক যুদ্ধবিরতির ঘোষণা করেছে।

advertisement

নির্জন রেলস্টেশনে দাঁড়িয়ে ব্যক্তি, ঘিরে ফেলল RPF! ‘তুমি কে?’ জিজ্ঞাসা করতেই…শোরগোল! ফোন এল এয়ারপোর্ট থেকেও

৩০ মার্চ, ২০২৫ থেকে ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় প্রতিরক্ষামূলক পদক্ষেপ ছাড়া কোনও সামরিক অভিযান চালাবে না ‘পিপলস ডিফেন্স ফোর্স’ (PDF),” জানিয়েছে ছায়া সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’। উদ্ধারকাজ জোরকদমে চলছে, কিন্তু পরিস্থিতি বেশ কঠিন। ভারতসহ কয়েকটি দেশ সাহায্যের হাত বাড়ালেও মায়ানমারের অধিকাংশ বিমানবন্দরের অবস্থা খারাপ, যার ফলে ত্রাণবাহী বিমান নামতে পারছে না। রাজধানী নেইপিডো-তে বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত।

advertisement

ভারতীয় সেনা জানিয়েছে, ৫০ (I) প্যারা ব্রিগেডের বিশেষ উদ্ধারকারী দল ‘অপারেশন ব্রহ্মা’-র আওতায় মায়ানমারে পৌঁছেছে। শনিবার এই মানবিক সহায়তা মিশনের অধীনে ভারত খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে।

মোট ১১৮ জন বিশেষজ্ঞ, চিকিৎসক ও যোগাযোগ বিশেষজ্ঞ নিয়ে গঠিত এই দল শনিবার রাত ১১টা৩০ মিনিটে (মায়ানমার সময়) নেইপিডো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

advertisement

ভারতীয় সেনার বিবৃতিতে জানানো হয়েছে, “মায়ানমারের মান্দালে, যা বর্তমান ঘাঁটি থেকে ১৬০ মাইল উত্তরে, সেখানে উদ্ধার অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। ১১:০০টার মধ্যে সেখানে পৌঁছনোর প্রস্তুতি চলছে। পরিস্থিতি বিবেচনায় বায়ুসেনার মাধ্যমে সেনা মোতায়েন করা হতে পারে, পাশাপাশি সড়কপথেও একটি বাহিনী পাঠানোর চিন্তাভাবনা চলছে”।

গৃহযুদ্ধ ও সাময়িক যুদ্ধবিরতি

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের পর থেকেই সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলি। এর ফলে মায়ানমারে দীর্ঘ গৃহযুদ্ধ চলছে, যা ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে।

advertisement

বিদেশ যাওয়ার আনন্দে আত্মহারা যুবক পৌঁছলেন এয়ারপোর্টে, পাসপোর্ট দেখাতেই শোরগোল…! আঠালো ওটা কী লেগে?

সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর, নির্বাসিত সরকার জানিয়েছে, তারা জাতিসংঘ ও এনজিওগুলির সহযোগিতায় উদ্ধার শিবির, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কাজ করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এদিকে, সামরিক শাসকের বিরুদ্ধে ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ লড়াই চালিয়ে যাচ্ছে। মূলত, এই সরকারটি ২০২১ সালের অভ্যুত্থানে উৎখাত হওয়া সংসদ সদস্যদের নিয়ে গঠিত, যারা জান্তা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায়। ভূমিকম্পের ভয়াবহতার পাশাপাশি, রাজনৈতিক অস্থিরতা এই সংকটকে আরও গভীর করে তুলছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রতিবেশীর পাশে বন্ধু ভারত, মায়ানমারে অপারেশন ব্রহ্মা’-তে যোগ ভারতীয় সেনার! মৃতদেহ গুণে শেষ করা যাচ্ছে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল